সম্প্রতি ইংল্যান্ড ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন ভারতীয় ক্রিকেটার জিতেশ শর্মা। এক ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, লর্ডসের নিরাপত্তা রক্ষীরা তাকে চেনেননি এবং তাকে মাঠে ঢুকতে দেননি। অনেক বোঝানোর পরেও কাজ হয়নি।
জিতেশ যখন হতাশ হয়ে পড়েছিলেন, তখন হঠাৎই দৃশ্যে আসেন প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক। তিনি ফোন রিসিভ করতে বাইরে এসেছিলেন। ভিড়ের মধ্যে থাকা জিতেশ তখন কার্তিককে দেখে সাহায্যের জন্য চিৎকার করেন। কিন্তু কার্তিক ফোনে কথা বলছিলেন, তাই প্রথমে শুনতে পাননি। শেষমেশ জিতেশ তাকে ফোন করে পুরো ঘটনা জানান এবং তারপর কার্তিক এসে তাঁকে নিরাপত্তাকর্মীদের বাধা পেরিয়ে ভিতরে ঢোকাতে সাহায্য করেন।
উল্লেখযোগ্য, চলতি বছর আইপিএলে জিতেশ শর্মা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফাইনালে তারা পঞ্জাব কিংসকে (PBKS) হারিয়ে আইপিএল ট্রফির খরা কাটায়। ২০২৩ সালে ভারতের হয়ে অভিষেক করা জিতেশ এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এখনও ওয়ানডে বা টেস্ট ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করেননি।
ভারতের টেস্ট সিরিজ পরিস্থিতি এমন যে — হেডিংলিতে প্রথম ম্যাচে হারের পর এজবাস্টনে দুর্দান্তভাবে ফিরে এলেও, লর্ডসে হারের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ভারত ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে। চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হবে ২৩ জুলাই, ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। পঞ্চম ও শেষ ম্যাচটি হবে ৩১ জুলাই থেকে ৪ অগস্ট পর্যন্ত, লন্ডনের ওভাল মাঠে।
এদিকে, লর্ডস টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ না করায় ইংল্যান্ডকে ২ পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি দিয়েছে আইসিসি। আইসিসির ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী (ধারা ১৬.১১.২), এক ওভার কম বোলিংয়ের জন্য এক পয়েন্ট কাটা হয়। সময়সীমা ও ছাড়ের হিসেব করেও ইংল্যান্ড দুটি ওভার কম বোলিং করে, ফলে তাদের পয়েন্ট সংখ্যা ২৪ থেকে কমে ২২-এ নেমে যায়। ফলস্বরূপ, পয়েন্ট শতাংশ ৬৬.৬৭%-এর পরিবর্তে কমে দাঁড়ায় ৬১.১১%-এ।
এই পয়েন্ট কাটা যাওয়ার ফলে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান থেকে নেমে তৃতীয় স্থানে চলে এসেছে এবং শ্রীলঙ্কা এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এছাড়াও ইংল্যান্ড দলকে ম্যাচ ফি-এর ১০ শতাংশ জরিমানাও করা হয়েছে।