Ravindra Jadeja's Run Out: প্রথম টেস্ট জয়ের জন্য ভারতকে ২৩১ রানের লক্ষ্য স্থির করেছিল ইংল্যান্ড। তবে, ইংল্যান্ডের স্পিনাররা ভারতীয় ব্যাটিংকে বিপর্যস্ত করে দিয়েছে। ১১৯ রানের মধ্যেই সাত উইকেট হারিয়েছে ভারত। এই সময়ে টম হার্টলি চার উইকেট নিয়েছিলেন। এছাড়াও জো রুট ও জ্যাক লিচ একটি করে উইকেট নিয়েছিলেন। বেন স্টোকস রান আউট করেন রবীন্দ্র জাদেজাকে। এই সময়ে ইংল্যান্ড অধিনায়ককে দেখে অনেকেই বলতে থাকেন ‘বেন স্টোকস নাকি সুপারম্যান’!
রবিবার মাত্র দুই রানে আউট হয়ে সাজঘরে ফিরে যান রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অসাধারাণ প্রচেষ্টায় জাদেজাকে রান আউট করেন। বেন স্টোকস যে ভাবে জাদেজাকে রান আউট করলেন তা দেখে কেউ বিশ্বাস করতে পারবেন না। এই ম্যাচে প্রথম ইনিংসে ভারতের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন রবীন্দ্র জাদেজা। তিনি ৮৭ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। বে এদিন তিনি সফল হতে পারলেন না। জাদেজা মিড-অনের দিকে ডেলিভারি খেলেন এবং একটি রানের জন্য দৌড়ান। সেই সময়ে তিনি বেন স্টোকসকে চ্যালেঞ্জ দেন। ব্রিটিশ অধিনায়ক দ্রুত গতিতে বলের দিকে ঝাঁপান এবং বুলস আইতে উইকেটে আঘাত করেন ও জাদেজাকে সাজঘরের রাস্তা দেখান।
এই ম্যাচের কথা বললে, ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে ভারতকে জয়ের জন্য ২৩১ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড এখন এই ম্যাচে ফাঁস শক্ত করেছে, কারণ ভারত ৭ উইকেট হারিয়েছে। ২৩১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতের অবস্থা শোচনীয় করে তুলেছেন টম হার্টলি। নিজের প্রথম ওভারেই তিনি যশস্বী জসওয়াল (১৫) এবং শুভমন গিলকে (০) আউট করেন। একইসঙ্গে এর পর অধিনায়ক রোহিত শর্মার (৩৯) বড় উইকেট শিকার করেন তিনি। হার্টলি তাঁর চতুর্থ সাফল্য পেয়েছেন অক্ষর প্যাটেলের আকারে। এছাড়াও জো রুট কে এল রাহুলকে (২২) ফাঁদে ফেলেন। রবীন্দ্র জাদেজা রান আউট করেন বেন স্টোকস। এরপরে ৩১ বলে ১৩ রান করে শ্রেয়স আইয়ারকে সাজঘরে ফেরান ইংল্যান্ডের আর এক স্পিনার জ্যাক লিচ। ৫০ ওভার শেষে ভারতের স্কোর ১৩৮/৭ রান। এখনও জয় থেকে ৯৩ রান দূরে রয়েছে টিম ইন্ডিয়া। এখন ক্রিজে রয়েছেন কেএস ভরত ও রবিচন্দ্রন অশ্বিন।