সিরিজের দ্বিতীয় যুব টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে বাগে পেয়েও চেপে ধরতে পারল না ভারত। ব্রিটিশদের নিতান্ত সস্তায় গুটিয়ে দেওয়ার হাতছানি ছিল আয়ুষ মাত্রের নেতৃত্বাধীন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের সামনে। তবে ইংল্যান্ডের যুব দল শেষমেশ লড়াই করার রসদ জোগাড় করে নেয়।
চেমসফোর্ড কাউন্টি গ্রাউন্ডে দ্বিতীয় যুব টেস্টে টস জিতে ব্রিটিশদের শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। ইংল্যান্ড ইনিংসের শুরুতেই পরপর উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায়। তারা একসময় মাত্র ৮০ রানে ৫ জন ব্যাটারকে খুইয়ে বসে। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ায় ব্রিটিশ দল।
বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ৬২ ওভার ব্যাট করে ইংল্যান্ড ৭ উইকেটে ২২৯ রান তোলে। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে ইংল্যান্ডের যুব দল তাদের প্রথম ইনিংসে ৩০৯ রানে অল-আউট হয়। তারা ব্যাট করে সাকুল্য়ে ৮১.৩ ওভার।
সাত নম্বরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শতরান করেন একনাথ সিং। তিনি ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৫৫ বলে ১০৭ রান করে সাজঘরে ফরেন। লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন থমাস রিউ। তিনি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৯ বলে ৫৯ রান করে ক্রিজ ছাড়েন। নয় নম্বরে ব্যাট করতে নেমে জেমস মিন্টো ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৯ বলে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
ভারতের হয়ে প্রথম ইনিংসে ৭৬ রানে ৪ উইকেট দখল করেন নমন পুষ্পক। ২টি করে উইকেট নেন আদিত্য রাওয়াত ও আরএস অম্বরিশ। ১টি করে উইকেট পকেটে পোরেন হেনিল প্যাটেল ও বিহান মালহোত্রা।
পালটা ব্যাট করতে নেমে ভারতীয় যুব দল তাদের প্রথম ইনিংসে ৩৭ রানের মাথায় প্রথম উইকেট হারায়। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২০ রান করে আউট হন বৈভব সূর্যবংশী।