
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জয় দিয়ে অভিযান শুরু। তবে তার পরে একের পর এক ম্যাচে হেরেই চলেছে নাইট রাইডার্স। চলতি মেজর লিগ ক্রিকেটের লিগ টেবিলে কার্যত তলানিতে পৌঁছে গিয়েছে সুনীল নারিনের নেতৃত্বাধীন লস অ্যাঞ্জেলেস।
টেক্সাস সুপার কিংসের বিরুদ্ধে লড়াকু জয় দিয়ে এবারের মেজর লিগ ক্রিকেট অভিযান শুরু করে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। তবে তার পরেই সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ও সিয়াটেল অরকাসের কাছে পরপর ২টি ম্যাচে পরাজিত হয় তারা। সান ফ্রান্সিসকোর বিরুদ্ধে নাইট রাইডার্সের ফিরতি লিগ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এবার স্টিভ স্মিথের ওয়াশিংটন ফ্রিডম বিধ্বস্ত করে নাইট রাইডার্সকে।
সোমবার মরিসভিলে লিগের ১১ নম্বর ম্যাচে সম্মুখসমরে নামে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। টস জিতে ওয়াশিংটনের ক্যাপ্টেন স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করতে পাঠান নাইট রাইডার্সকে। নাইটরা ১৮.৪ ওভারে মাত্র ১২৯ রানে অল-আউট হয়ে যায়।
ওপেন করতে নেমে শূন্য রানে আউট হন ক্যাপ্টেন সুনীল নারিন। খাতা খুলতে পারেননি তারকা অল-রাউন্ডার শাকিব আল হাসান। ১ রান করে মাঠ ছাড়েন উন্মুক্ত চাঁদ। ডেভিড মিলারের অবদানও মাত্র ১ রানের। নীতীশ কুমার ১১ রানের যোগদান রাখেন। আলি খানও আউট হন ১১ রান করে। জেসন রয় ১২ রান করে মাঠ ছাড়েন। ১২ রান করে অপরাজিত থাকেন শ্যাডলি।
দলের হয়ে সব থেকে বেশি ৩৫ রান করেন সইফ বদর। ২৮ বলের ইনিংসে তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। ১২ বলে ২০ রান করেন আন্দ্রে রাসেল। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১৬ রান করেন স্পেনসার জনসন।
ওয়াশিংটনের হয়ে ৩.৪ ওভারে ৩৫ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন সৌরভ নেত্রভালকর। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ৩টি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল। লকি ফার্গুসন ৪ ওভারে ৩১ রান খরচ করে একজোড়া উইকেট তুলে নেন। ২ ওভারে ৭ রান খরচ করে ১টি উইকেট নেন রাচিন রবীন্দ্র।
আরও পড়ুন:- Most Runs In WCL 2024: লেজেন্ডস লিগে সব থেকে বেশি রান, সেরা ৫-এ দুই ভারতীয়
পালটা ব্যাট করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম ১৬ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৩০ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৪ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে তারা। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ট্র্যাভিস হেড। তিনি ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫৪ রান করে আউট হন। ক্যাপ্টেন স্টিভ স্মিথ ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন।
এছাড়া ১৬ বলে ১১ রান করেন রাচিন রবীন্দ্র। ১২ বলে ১৫ রান করে নট-আউট থাকেন আন্দ্রিজ গাউস। নাইটদের হয়ে ১টি করে উইকেট নেন স্পেনসার জনসন ও শ্যাডলি। ম্যাচের সেরা হন ম্যাক্সওয়েল। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে ওয়াশিংটন। ৫ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে ৬ দলের লিগ টেবিলে পাঁচ নম্বরে নেমে যায় নাইট রাইডার্স।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports