ওয়াসিংটন ফ্রিডম দলের অধিনায়ক স্টিভ স্মিথ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এক্ষেত্রে তাঁর সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা বোঝা যায় ওয়াসিংটন ফ্রিডমের বোলিংয়েই। ১৯ ওভারেই অলআউট হয়ে যায় সান ফ্রান্সিসকো ইউনিকর্ন দল, তারা করে ১৪৫ রান। ফিন অ্যালেন, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, শেন রাদারফোর্ড, জোস ইংলিসের মতো টি২০ স্পেশালিস্টরা পুরো ফ্লপ করেন এমএলসির প্লে অফে। অবশ্য ওয়াসিংটন দলের বোলারদের কৃতিত্ব কম নয়। মার্কো জানসেন নেন তিন উইকেট। নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র মাত্র ২.৪ ওভার হাত ঘুরিয়েই ১১ রান দিয়ে তুলে নেন চার উইকেট, আর তাতেই কার্যত মেরুদণ্ড ভেঙে যায় ইউনিকর্নের। শেষ দিকে সান ফ্রান্সিসকোর হাসান খান ৩৫ বলে ৫৭ রান করেন, ১৯ বলে ২৬ রান করেন কোরে অ্যান্ডারসন। সৌরভ নেত্রভালকর ভালো বোলিং করেন, চার ওভারে ২৩ রান দিয়ে নেন জোড়া উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে স্টিভ স্মিথের উইকেট দ্রুত তুলে নিলেও ট্রাভিস হেড এবং গ্লেন ম্যাক্সওয়েলের মারকাটারি ইনিংসের সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি ইউনিকর্ন বোলাররা। মাত্র ১৫.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনিয় রান তুলে নেয় ওয়াসিংটন ফ্রিডম দল। ৪৪ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেন হেড, গ্লেন ম্যাক্সওয়েল ২৩ বলে করেন ৫৪ রান। হেড মারেন ১০টি চার এবং ৩টি ছয়। ম্যাক্সেওয়েল মারেন চারটি বাউন্ডারি এবং পাঁচটি ওভারবাউন্ডারি। প্যাট কামিন্স একমাত্র ইউনিকর্নের হয়ে ভদ্রস্থ বোলিং করেন।
এই ম্যাচে হেরে গেলেও আরও একটা সুযোগ থাকছে ইউনিকর্নের কাছে ফাইনালে ওঠার। শনিবার প্লে অফে তাঁরা মুখোমুখি হবে ফ্যাফ ডুপ্লেসির টেক্সাস সুপার কিংসের। সেই ম্যাচের জয়ী দল সোমবার ফাইনালে মুখোমুখি হবে ওয়াসিংটন ফ্রিডমের।