লিগ টেবিলের দুই নম্বরে থেকে টিএনপিএল ২০২৫-এর প্লে-অফে ওঠে তিরুপুর তামিলান্স। প্রথম কোয়ালিফায়ার জিতে তারা সরাসরি ফাইনালের টিকিট হাতে পায়। শেষমেশ খেতাবি লড়াইয়ে রবিচন্দ্রন অশ্বিনের ডিন্ডিগুল ড্রাগনসকে হারিয়ে দেয় সাই কিশোরের তিরুপুর এবং তামিলনাড়ু প্রিমিয়র লিগের ট্রফি হাতে তোলে। গতবারের চ্যাম্পিয়ন ড্রাগনসকে এবারের মতো রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়।
আপাতত দেখে নেওয়া যাক তামিলনাড়ু প্রিমিয়র লিগ ২০২৫-এর দলগত ও ব্যক্তিগত পুরস্কারের তালিকা। পুরস্কার মূল্য হিসেবে কোন দল কত টাকা পেল এবং ব্যক্তিগতভাবে কত টাকা উঠল কার হাতে, চোখ রাখা যাক সেই তালিকাতেও।
তামিলনাড়ু প্রিমিয়র লিগ ২০২৫-এর পুরস্কার তালিকা
১. চ্যাম্পিয়ন- তিরুপুর তামিলান্স (৫০ লক্ষ টাকা)।
২. রানার্স- ডিন্ডিগুল ড্রাগনস (৩০ লক্ষ টাকা)।
৩. স্টাইলিশ প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ: অমিত সাত্ত্বিক (তিরুপুর তামিলান্স)- ১০ হাজার টাকা।
৪. হাই-ভোল্টেজ প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ: ভি আনোভাঙ্কর (তিরুপুর তামিলান্স)- ১০ হাজার টাকা।
৫. ফাইনালের সেরা ক্যাচ: মোহন প্রসাদ (তিরুপুর তামিলান্স)- ১০ হাজার টাকা।
৬. ফাইনালে সব থেকে বেশি চার: অমিত সাত্ত্বিক (তিরুপুর তামিলান্স)- ১০ হাজার টাকা।
৭. ফাইনালে সব থেকে বেশি ছক্কা: তুষার রাহেজা (তিরুপুর তামিলান্স)- ১০ হাজার টাকা।
৮. মোস্ট ডিপেন্ডেবল প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ: আর সিলাম্বরসন (তিরুপুর তামিলান্স)- ১ লক্ষ টাকা।
৯. ফাইনালের সেরা ক্রিকেটার: তুষার রাহেজা (তিরুপুর তামিলান্স)- ১০ হাজার টাকা।
১০. স্টাইলিশ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: অমিত সাত্ত্বিক (তিরুপুর তামিলান্স)- ৫০ হাজার টাকা।
১১. হাই-ভোল্টেজ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: আর রাজকুমার (ত্রিচি গ্র্যান্ড চোলাস)- ৫০ হাজার টাকা।
১২. টুর্নামেন্টের সব থেকে বেশি উইকেট (বেগুনি টুপি): সনু যাদব (নেল্লাই রয়্যাল কিংস)- ৫০ হাজার টাকা।
১৩. টুর্নামেন্টের সব থেকে বেশি রান (কমলা টুপি): তুষার রাহেজা (তিরুপুর তামিলান্স)- ৫০ হাজার টাকা।
১৪. টুর্নামেন্টের সেরা ক্যাচ: বিমল কুমার (ডিন্ডিগুল ড্রাগনস)- ৫০ হাজার টাকা।
১৫. টুর্নামেন্টের সেরা উঠতি বোলার: এ এসাক্কিমুথু (তিরুপুর তামিলান্স)- ২৫ হাজার টাকা।
১৬. টুর্নামেন্টের সব থেকে বেশি চার: তুষার রাহেজা (তিরুপুর তামিলান্স)- ৫০ হাজার টাকা।
১৭. টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা: তুষার রাহেজা (তিরুপুর তামিলান্স)- ৫০ হাজার টাকা।
১৮. মোস্ট ডিপেন্ডেবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: রবিচন্দ্রন অশ্বিন (ডিন্ডিগুল ড্রাগনস)- ৫ লক্ষ টাকা।
১৯. টুর্নামেন্টের সেরা ক্রিকেটার: তুষার রাহেজা (তিরুপুর তামিলান্স)- ১ লক্ষ টাকা।