ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে চেন্নাইতে দুরন্ত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন তিলক বর্মা। ভারতীয় দলের এই তারকা ব্যাটার ধৈর্যশীল ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ১৬৬ রান তাড়া করতে নেমে শেষ ৪০ রানই টেলেন্ডারদের সঙ্গে নিয়ে খেলেন তিলক। ম্যাচ শেষে তিনি প্রশংসা করেন লোয়ার অর্ডার ব্যাটার রবি বিষ্ণোইয়ের।
ইংল্যান্ড বধের স্ট্র্যাটেজি বললেন তিলক
সাম্প্রতিক সময় এটি ভারতীয় দলের টি২০তে রান তাড়ার করার নিরিখে অন্যতম সেরা পারফরমেন্স কোনও ব্যাটারের থেকে। ১২৬ রানে ৭ উইকেট পড়ে গেলেও দিশেহারা না হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বের করে নেন তিলকরা। ম্যাচ শেষে নিজের স্ট্র্যাটেজি ভাগ করে নিলন তিনি। তিলক বলছেন, ‘আমি একটু চাপেই ছিলাম, কারণ আর্শদীপ বারবার বলছিল ও বড় শট নেবে। এই ধরণের উইকেটে আর্চারের বলে আউট হওয়া সহজ নয়। আদিল রশিদের বল অনেক ঘুরছিল, আর আমি জানতাম আর্শদীপ বড় শট খেলবে। তাই ওকে বলেছিলাম, যদি বড় শট খেলতে হয় তাহলে আর্চারের বলে খেলতে হবে। এরপর ও বলল আর্চারকে খেলবে না। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমি খেলব। তারপর ওকে বললাম ডিফেন্স করতে বল। সে বাউন্সার আসুক বা যাই বোলিং হোক। আর্শদীপ বলছিল ওকে শর্ট বল করলে আর্চারকে বাউন্ডারি মারবে, যাই হোক শেষ পর্যন্ত বাউন্ডারি আসায় আমি খুশি ’।
রবির প্রশংসায় তিলক-
তিলক আরও বলছেন, ‘যেটা সব থেকে ভালো দিক ছিল তা হল রবি বিষ্ণোইয়ের ব্যাটিং। ও খুব ভালো কাজ করছে নেটে। ও আর বরুণ চক্রবর্তি ব্যাটিংয়ে অনেক জোর দিচ্ছে। আমার ওদের ওপর ভরসা আছে যে ওরা ব্যাটিং করতে পারবে। আমি রবিকে বলেছিলাম, যদি শট মারতে হয় তাহলে গ্যাপে মারতে হবে। আর নাহলে সিঙ্গল নিতে হবে। যেভাবে ও ফাস্ট বোলারকে ফ্লিক মেরেছে,সেটা সাধুবাদযোগ্য’।
স্পিনাররা ভরসা ভারতের-
ভারতীয় দলের ব্যাটিংয়ে সমস্যা হলেও বোলাররা কিন্তু টিম ইন্ডিয়াকে সুবিধাজনক জায়গাতেই রেখেছেন প্রথম দুই ম্যাচে। বরুণ চক্রবর্তি এবং অক্ষর প্যাটেল চেন্নাইতে দ্বিতীয় টি২০ ম্যাচে ইংরেজ ব্যাটারদের সমস্যায় ফেলে দেন। সেই সুবাদেই কম টার্গেট চেজ করে টিম ইন্ডিয়া সিরিজে ২-০তে এগিয়ে যায়। মঙ্গলবার ভারতের পরের ম্যাচ রাজকোটে।