শুভব্রত মুখার্জি: বার্বাডোজের কেনসিংটন ওভালে গত ২৯ জুন টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। তার কয়েক দিন পরেই ভারতীয় দল গিয়েছে জিম্বাবোয়ে সফরে। পাঁচ ম্যাচের সিরিজ খেলতে শুভমন গিলের নেতৃত্বে গিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে হেরে বড় ধাক্কা খেয়েছিল ভারতীয় দল। সেই ধাক্কা কাটিয়ে উঠে ভারতীয় দল পরবর্তী দুটি ম্যাচ জিতে সিরিজে লিড নেয় তারা। শনিবার চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এই ম্যাচে জিতলে সিরিজ নিশ্চিত হত ভারতীয় দলের। সেই ম্যাচ ভারত একেবারে অনায়াসে জিতে নিয়েছে। যশস্বী জয়সওয়ালের ব্যাটিং ঝড়ে উড়ে গিয়েছে জিম্বাবোয়ে দল। জিম্বাবোয়েকে হারিয়ে দিয়ে ম্যাচ জেতার পাশাপাশি সিরিজ জয়ও নিশ্চিত করেছে ভারতীয় দল। আর এই ম্যাচেই এক নয়া নজির স্পর্শ করে ফেলেছে ভারতীয় দল।
শুক্রবারের ম্যাচ ভারতীয় দল জিতেছে ১০ উইকেটে। পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি ভারতের দ্বিতীয় ম্যাচ, যেখানে তারা দশ উইকেটে জিতল। ঘটনাচক্রে ভারতের প্রথম দশ উইকেটে জয়টিও এসেছিল জিম্বাবোয়ের বিরুদ্ধেই। অর্থাৎ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দুটি ম্যাচ ভারত দশ উইকেটে জিতেছে। আর দুটি জয় এসেছে জিম্বাবোয়ের বিরুদ্ধে। তারা প্রথম বার ১০ উইকেটে জিতেছিল ২০১৬ সালে। সেবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত জয়ের জন্য ১০০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জিতেছিল। আর এবার তারা জয়ের জন্য ১৫৩ রান তাড়া করে জিতল। এদিন ২৮ বল বাকি থাকতেই ১০ উইকেটে বিরাট বড় জয় পেয়েছে ভারতীয় দল।
আরও পড়ুন: ভারতের লেজেন্ডদের হাতেও বধ পাকিস্তান, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপের শিরোপা জিতে ইতিহাস যুবিদের