রিঙ্কু সিং হওয়া হল না টিম ডেভিডের। চেষ্টা করেও শেষ ওভারে পরপর ছক্কা হাঁকিয়ে দলকে ম্যাচ জেতাতে পারলেন না অজি তারকা। অথচ আইপিএলে যে পরিস্থিতি থেকে কেকেআরকে ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু, দ্য হান্ড্রেডে ঠিক তেমনই পরিস্থিতি ছিল সাদার্ন ব্রেভের সামনে। রিঙ্কু ম্যাচের শেষ ৫টি বলে ৫টি ছক্কা হাঁকিয়ে নাইট রাইডার্সকে ম্যাচ জেতান। ডেভিড ম্যাচের শেষ ৫টি বলে ৪টি ছক্কা হাঁকান। শেষমেশ অল্পের জন্য ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় ব্রেভকে।
আইপিএলে রিঙ্কু কী করেছিলেন:-
গত আইপিএলে আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের দরকার ছিল ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। ওভারের শেষ ৫টি বলে টানা ৫টি ছক্কা হাঁকিয়ে নাইট রাইডার্সকে ম্য়াচ জেতান রিঙ্কু সিং।
দ্য হান্ড্রেডে টিম ডেভিড কী করেন:-
সাউদাম্পটনে ওভাল ইনভিন্সিবলসের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ৬ বলে ৩৫ রান দরকার ছিল সাদার্ন ব্রেভের। ৯৫তম বলে স্যাম কারান মাত্র ২ রান খরচ করেন। ম্যাচের শেষ ৫টি বল করতে আসেন টম কারান। টিম ডেভিড ৯৬তম বলে ১টি ছক্কা হাঁকান। তবে ৯৭তম বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি তিনি। ম্য়াচের শেষ ৩টি বলে টানা ৩টি ছয় মারেন ডেভিড। শেষমেশ জয়ের দোরগোড়ায় এসেও থেমে যেতে হয় সাদার্ন ব্রেভকে।
আরও পড়ুন:- IND vs IRE 2nd T20I: প্রাণ যাক, ক্যাচ না মিস হয়, দুবের সঙ্গে ধাক্কা সত্ত্বেও বল ধরলেন রুতুরাজ- ভিডিয়ো
ওভাল ইনভিন্সিবলস বনাম সাদার্ন ব্রেভ ম্যাচের ফলাফল:-
রোজ বোলে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওভাল। তারা নির্ধারিত ১০০ বলে ৭ উইকেটের বিনিময়ে ১৩৯ রান সংগ্রহ করে। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪৩ রান করে নট-আউট থাকেন টম কারান। ৫টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ২৮ রান করেন জেসন রয়। এনরিখ ক্লাসেন ১৮ রানের যোগদান রাখেন। ক্রিস জর্ডন ২০ বলে ২০ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ১টি করে উইকেট দখল করেন ক্রেগ ওভার্টন, রেহান আহমেদ ও টাইমাল মিলস।
আরও পড়ুন:- T20I-তে মেডেন নেওয়ার বিরল রেকর্ড বুমরাহর, ভুবনেশ্বরের নজিরে ভাগ বসালেন জসপ্রীত
পালটা ব্যাট করতে নেমে সাদার্ন ব্রেভ নির্ধারিত ১০০ বলে ৭ উইকেটের বিনিময়ে ১৩১ রান তোলে। ৮ রানে ম্যাচ জেতে ওভাল। সাদার্নের হয়ে ১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩২ রান করেন ফিন অ্যালেন। ৪৩ রানে ৩টি উইকেট নেন টম কারান।