দীর্ঘ ৬ বছর স্থগিত থাকার পরে অবশেষে পুনরায় শুরু হচ্ছে মুম্বই টি-২০ লিগ। ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টের দ্বিতীয় মরশুম। তার পরে করোনার জন্য বন্ধ থাকে টুর্নামেন্ট। এবছর ২৬ মে শুরু হবে মুম্বই টি-২০ লিগ। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ৮ জুন। টি-২০ মুম্বই লিগের ম্যাচগুলি খেলা হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।মোট আটটি দল এবার অংশ নেবে মুম্বই টি-২০ লিগে। আটটি দলের আইকন প্লেয়ার হিসেবে মাঠে নামবেন ভারতের হয়ে খেলা ৮ জন ক্রিকেটার। প্রতিটি দল সর্বোচ্চ ১৮ জনের স্কোয়াড গড়তে পারবে। বুধবারের নিলাম থেকে দলগুলি নিজেদের পছন্দ মতো ক্রিকেটার কিনে স্কোয়াড গড়ে নেবে।উল্লেখ্য, প্রতিটি দলের হাতে থাকছে ১ কোটি টাকা করে। তারা ২০ লক্ষ টাকা করে খরচ করেছে আইকন প্লেয়ার নিতে। বাকি ৮০ লক্ষ টাকা খরচ করতে পারবে নিলামে। তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে নিলাম।সিনিয়র প্লেয়ারদের জন্য ৫ লক্ষ টাকা বেস প্রাইস রাখা হয়েছে। নিলামে এক একটি ডাকে তাদের দাম বাড়বে ২৫ হাজার টাকা করে। অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের জন্য বেস প্রাইস রাখা হয়েছে ৩ লক্ষ টাকা। প্রতি হাঁকে তাদের দাম বাড়বে ২০ হাজার টাকা করে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের বেস প্রাইস রাখা হয়েছে ২ লক্ষ টাকা। প্রতি হাঁকে তাদের দাম বাড়বে ১০ হাজার টাকা করে।নিলামে কোন দল কাদের কিনল১. নর্থ মুম্বই প্যান্থার্স- পৃথ্বী শ (আইকন, ২০ লক্ষ টাকা)।২. আর্কস আন্ধেরি- শিবম দুবে (আইকন, ২০ লক্ষ টাকা)।৩. ট্রাম্ফ নাইটস মুম্বই নর্থ-ইস্ট- সূর্যকুমার যাদব (আইকন, ২০ লক্ষ টাকা)।৪. বান্দ্রা ব্লাস্টার্স- অজিঙ্কা রাহানে (আইকন, ২০ লক্ষ টাকা)।৫. ঈগল থানে স্ট্রাইকার্স- শার্দুল ঠাকুর (আইকন, ২০ লক্ষ টাকা)।৬. আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্বস- সরফরাজ খান (আইকন, ২০ লক্ষ টাকা)।৭. সোবো মুম্বই ফ্যালকনস- শ্রেয়স আইয়ার (আইকন, ২০ লক্ষ টাকা)।৮. মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস- তুষার দেশপান্ডে (আইকন, ২০ লক্ষ টাকা)।নিলামে অবিক্রিত থাকলেন কারা