ভারতীয় ড্রেসিংরুমে কি সত্যি কোনও সমস্যা রয়েছে? ক্রিকেট কিংবদন্তি এবি ডি'ভিলিয়ার্স মনে করেন যেখান থেকে ধোঁয়া উঠছে সেখানে নিশ্চিতভাবে কোন না কোনও আগুন লেগেছে। অনেকেই মনে করছেন ভারতীয় ড্রেসিং রুমে আপাত ফাটল ধরেছে। নানা রিপোর্টে এই খবরের সম্বন্ধে নানা মত প্রকাশিত হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর রিপোর্টে বলা হয়েছে, কীভাবে ভারতীয় দলের একজন সিনিয়র সদস্য ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব নি চেয়েছিলেন। নিজেকে 'মিস্টার ফিক্স ইট' হিসাবে উপস্থাপন করছেন। বর্তমানে রোহিত শর্মা নিজের ফর্মের সঙ্গে লড়াই করছেন, এই সময়ে সেই ক্রিকেটার বলেছিলেন তাঁকে দলের নেতা করে দেওয়া হোক।
এবি ডি'ভিলিয়ার্স এই বিষয়টির উপর একটি লাইভ সেশন হোস্ট করেছেন
ভারতীয় ড্রেসিংরুমের ভিতরের কথা ফাঁস হতেই সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। এই বিষয়ে এবার মুখ খুলেছেন এবি ডি'ভিলিয়ার্স। তিনি বলেছেন, ‘আমি জানি কিছু গুজব রটছে। তবে আমি এতে অবাক হইনি। ধোঁয়া উঠছে মানে সেখানে আগুন জ্বলছে। আমিও ড্রেসিংরুমের অংশ ছিলাম, সেখানকার অবস্থা প্রতিকূল ছিল। বিশেষ করে যখন আপনি বাড়ি থেকে দূরে থাকেন, আপনি আপনার পরিবারকে মিস করছেন এবং আপনি আপনার কেরিয়ারের সেরা ক্রিকেট খেলছেন না।’
আরও পড়ুন… SA vs PAK 2nd Test Day 2: রিকেলটনের ২৫৯, ভেরেইন-বাভুমার সেঞ্চুরি, রানের পাহাড়ের চাপে বাবর-রিজওয়ান
এবি ডি'ভিলিয়ার্স আরও বলেন, ‘ড্রেসিংরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাড়ি থেকে দূরে থাকার সময়ে। এটা ভেবে আমার কোন সন্দেহ হচ্ছে না যে অস্ট্রেলিয়ায় গত সপ্তাহে ভারতীয় দলের ড্রেসিং রুমের ছবি কিছুটা বদলে গিয়েছে। আপনি যখন একে অপরের প্রতি বিশ্বাস হারাতে শুরু করেন, তখন আপনি পাশাপাশি বসে ট্রফি তুলে দিতে পারেন। ভারতীয় ড্রেসিংরুমের বিষয় সম্পর্কে আমার কাছে কোনও তথ্য নেই। কে কার সঙ্গে ঝগড়া করছে? সেটা আমি ঠিক জানি না, আসলে আমার কাছে সেই তথ্য নেই। তবে সেটা জাার জন্য আমি অপেক্ষা করব!’
আরও পড়ুন… কেউ প্লেটে করে সাজিয়ে এটা আমার হাতে তুলে দেয়নি, নেতৃত্বটা অর্জন করেছি- রোহিত শর্মা