ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল এবার তুলোধনা করলেন ইংল্যান্ড ক্রিকেট দলকে। তিনি মনে করেন তাঁদের ওপেনার জ্যাক ক্রলি তৃতীয় টেস্ট ম্যাচে একটু বেশিই সময় নষ্ট করছিলেন। লর্ডস টেস্টের তৃতীয় দিনে প্রায় দেড় মিনিট দেরিতে ইংল্যান্ড দল ব্যাট করতে নেমেছিল, এরপর বুমরাহ বোলিং করার সময় জ্যাক ক্রলি এতটাই সময় নষ্ট করেন, যে ভারতীয় দল আর দ্বিতীয় ওভার বোলিং করার সুযোগ পায়নি। এই ঘটনা নিয়েই ম্যাঞ্চেস্টার টেস্ট শুরুর আগে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। কারণ ক্রলির ওপর বিরক্ত হয়ে সেদিন ইংরেজ ওপেনারকে একটু গালমন্দ করেছিলেন গিল। যা নিয়েও তুমুল সমালোচনা হয়েছে। কিন্তু গিল স্পষ্টতই দাবি করেছেন ইংরেজ ব্যাটাররা যে কাজটা করেছেন, তাও মোটেই খেলার স্পিরিটের সঙ্গে মানানসয়ী নয়।
শুভমন গিল স্পষ্ট করেই সাংবাদিক সম্মেলনে বুঝিয়ে দেন, সফরকারি দলের অধিনায়ক বলে তাঁকে এই প্রশ্ন করা হচ্ছে, চাপ বাড়ানোর জন্য। কিন্তু দোষটা ভারতীয় দলের ছিল না, বরং ইচ্ছাকৃতভাবেই এমন পরিস্থিতি তৈরি করেছিল ইংরেজ ব্যাটাররাই। গিলকে বলতে শোনা যায়, ‘এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছে। ইংল্যান্ডের ব্যাটাররা সেদিন ৯০ সেকন্ড দেরিতে এসেছিল। ১০ বা ২০ সেকন্ড নয়, ৯০ সেকন্ড দেরিতে। এমনিতে সব দলই চাইবে দিনের শেষে কম ব্যাটিং করতে। যদি ওদের শরীরে বলের আঘাত লাগত, তাহলে সময় নষ্ট হওয়াটা মেনে নেওয়া যায়। তখন ফিজিওরা আসতে পারে। কিন্তু ৯০ সেকন্ড দেরিতে আসাটা খেলার স্পিরিট অনুযায়ী নয়। হয়ত অনেক কিছুই হওয়া উচিত হয়নি, আমি যেটা করেছি সেটার জন্য আমি গর্বিত নই। কিন্তু ওটা হয়ে গেছে অনিচ্ছাকৃতভাবেই। যেহেতু আমরা খেলতে এসেছি, তাই আমরা জিততেই চাইব। সেটাই স্বাভাবিক। আর খেলায় কখনও কখনও আবেগ বেড়িয়ে আসে, সেটাই সেদিন হয়ে গেছে ’।