এক ওভারে তিনটি নো বল করে বিতর্ক তৈরি করেছিলেন শোয়েব মালিক। সেই ম্যাচের পরপরই বিপিএল থেকে সরে দাঁড়ালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের মরশুমে পাকিস্তানি তারকাকে আর খেলতে দেখা যাবে না। ফরচুন বরিশালের হয়ে খেলা শোয়েব মালিক ঢাকা পর্ব শেষে দুবাই গিয়েছিলেন। কথা ছিল, সেখানে ব্যক্তিগত কাজ শেষ করে, সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দেবেন।
কিন্তু ৪১ বছর বয়সী এই পাকিস্তানি অলরাউন্ডার বিপিএলে চলতি মরশুমে আর ফিরছেন না বলে জানিয়ে দিয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই মরশুমের জন্য শোয়েব মালিক বিপিএল ছেড়ে দিয়েছেন।’ বরিশাল সূত্রে জানা গিয়েছে, তাঁর বদলি হিসেবে দলে যোগ দিতে পারেন পাকিস্তানের আর এক ক্রিকেটার আহমেদ শেহজাদ।
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের লাইভ আপডেট পেতে হলে ক্লিক করুন এই লিঙ্কে- http://betvisa69.com/cricket/ind-vs-eng-1st-test-day-2-live-live-score-update-of-india-vs-england-1st-test-day-two-at-hyderabad-31706234127493.html
কয়েক দিন ধরে মাঠে-মাঠের বাইরে নানা ঘটনায় শোয়েব মালিককে ঘিরে নানা বিতর্কের ঝড় বয়ে চলেছে। ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে শোয়েব মালিক জানিয়েছিলেন, পাকিস্তানের টিভি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পাকিস্তানি ক্রিকেটারের এটি তৃতীয় বিয়ে। সানিয়া মির্জাকে ছেড়ে দিয়ে সানাকে বিয়ে করে এখন তিনি চর্চায় রয়েছেন। পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের ছবিও শোয়েব পোস্ট করেছিলেন ইন্সটাতে। তাতে লিখেছিলেন, ‘তোমার সঙ্গে জুটি বাঁধলাম।’ গত বছর মার্চ মাস থেকেই সানার সঙ্গে শোয়েবের প্রেমের গল্প প্রকাশ্যে এসেছিল। আর তাতেই পড়ল শিলমোহর। বিচ্ছেদ হল সানিয়ে-শোয়েবের।
আরও পড়ুন: বাংলা-অসমের মধ্যে রঞ্জির ট্রফির ম্যাচের প্রথম দিনের লাইভ আপডেট পেতে হলে ক্লিক করুন এই লিঙ্কে- http://betvisa69.com/cricket/bengal-vs-assam-ranji-trophy-day-1-live-live-score-update-of-ranji-trophy-match-between-bengal-vs-assam-31706240255087.html
চলতি বিপিএলে বরিশালের হয়ে শোয়েব মালিক খেলেছেন মাত্র ৩ ম্যাচ। খুব একটা ভালো করতে পারেননি তিনি। রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে ১৮ বলে অপরাজিত ছিলেন ১৭ রানে। খুলনার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেন ৬ বলে অপরাজিত ৫ রান। কুমিল্লার বিপক্ষে তৃতীয় ম্যাচে করেন ৬ বলে ৭ রান। বল হাতে রংপুরের বিপক্ষে ১ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নেন। খুলনার বিপক্ষে পরের ম্যাচেও করেন ১ ওভার। কিন্তু রান দেন ১৮। ওই ওভারে তিনটি নো বল করেই শোয়েব বিতর্কে জড়ান। বিতর্কিত সেই ওভারের পর শেষ ম্যাচে তাঁকে দিয়ে বোলিং করানো হয়নি।
যাইহোক, তিনি কিন্তু সম্প্রতি একটি বিশাল মাইলস্টোন স্পর্শ করে ফেলেছেন। প্রথম এশিয়ান খেলোয়াড় এবং বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করে ফেলেছেন তিনি। তিনি রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে ১৮ বলে অপরাজিত ১৭ রান করেন। সেই সঙ্গে গড়ে ফেলেন রেকর্ড। কিংবদন্তি ক্রিস গেইলের পরেই তিনি এই তালিকায় নাম লিখিয়েছেন।