আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিল বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির দেওয়া নির্ধারিত গাইডলাইনের মধ্যেই তাঁরা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিল। অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। দলে রয়েছে বেশ কয়েকটা চমক। আইসিসির এই মেগা ইভেন্টের দল থেকে বাদ পড়েছেন ২ তারকা ক্রিকেটার।
আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষণা করা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পাননি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তিনি সাম্প্রতিক সময় ছন্দে না থাকলেও পাকিস্তানে গিয়ে টেস্টে দুরন্ত ইনিংস খেলেছিলেন। সেই অভিজ্ঞতার সুবাদে তাঁকে পাকিস্তানে নিয়ে যেতেই পারত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু তাঁরা উইকেটরক্ষার জন্য ভরসা রাখতে চলেছেন মুশফিকুর রহিমের ওপর।
আরও পড়ুন-২০২২ সালের ঘটনা নিয়ে প্রশ্ন! রেগে সাংবাদিক সম্মেলন ছেড়েই বেরিয়ে গেলেন জকোভিচ
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার শাকিব আল হাসানও। তিনি দেশের জার্সিতে খেলতে চেয়েছিলেন বিদেশের মাটিতে। তবে সম্প্রতি বোলিং টেস্টে দ্বিতীয়বার ব্যর্থ হন তিনি। চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষা ফেল করতেই স্রেফ তাঁকে ব্যাটার হিসেবে দলের সঙ্গে না নিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিলেন বাংলাদেশ বোর্ডের নির্বাচকরা।
আরও পড়ুন-SA20র ম্যাচে দুরন্ত ক্যাচ ব্রেভিসের! সাজঘরে ফিরলেন ডুপ্লেসিস! তবু জিতল জোবার্গই
বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রয়েছেন- অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিদ হাসান, তহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হাসান ইমন, নাসিম আহমেদ, তানজিম হাসান শাকিব, নাহিদ রানা।
আরও পড়ুন-ICCর সম্ভাব্য টু টায়ার সিস্টেমে ভারতের পাশে পাকিস্তান! সিরিজ হবে দুই দলের? গ্রুপে বাকিরা কারা?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠদের তরফে আগেই জানানো হয়েছিল শাকিবের বোলিং টেস্টের রিপোর্ট আসার জন্য তাঁরা অপেক্ষা করবেন। শাকিব চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের হয়ে খেলতে, এরপরই অবসর নিতে পারতেন তিনি। কিন্তু প্রাথমিক স্কোয়াডে তাঁরা না থাকা কার্যত শেষ আইসিসি প্রতিযোগিতায় তাঁর খেলতে নামার স্বপ্নকে ভেঙে দিল। এমনিতেই রাজনৈতিক কারণে দেশে গত বছর থেকেই শাকিব বিরোধী আওয়াজ উঠেছে। এই আবহে বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করে দল থেকে বাদ পড়লেন তিনি।