স্কোরবোর্ড বলছে মঙ্গলবার লখনউয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২ বল খেলে শূন্য রানে আউট হন ঋষভ পন্ত। তবে কোথাও লেখা থাকবে না যে, কতটা বিরক্তি সঙ্গে নিয়ে ব্যাট করতে নামেন পন্ত। তিনি ক্যাপ্টেন, অথচ ব্যাটিং অর্ডার নিয়ে তাঁর কথা চলছে না। তিনি চাইছিলেন আগে ব্যাট করতে নামতে। তবে টিম ম্যানেজমেন্ট তাঁকে ব্যাট করতে পাঠায়নি। শেষে যখন মাত্র ২টি বল বাকি, পন্তকে ব্যাট করতে পাঠায় লখনউ।
পন্ত রাগে গরগর করতে করতে ব্যাট করতে নামেন। তিনি প্রথম বলে কোনও রান নিতে পারেননি। মুকেশ কুমারের পরের বলে রিভার্স শট খেলতে গিয়ে বোল্ড হন লখনউ দলনায়ক। আউট হওয়ার পরে যেভাবে অত্যন্ত রাগের সঙ্গে মাঠ ছাড়েন ঋষভ, তাতেই বোঝা যাচ্ছিল যে, টিম ম্যানেজমেন্টের উপরে কতটা ক্ষুব্ধ তিনি।
পন্ত চলতি আইপিএলে একেবারেই পরিচিত ছন্দে নেই। তাঁকে রেকর্ড ২৭ কোটি টাকা খরচ করে দলে নেওয়া লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কা স্বাভাবিকভাবেই খুশি নন পন্তের ধারাবাহিক ব্যর্থতায়। এর আগেও পন্ত আউট হওয়ার পরে হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছে গোয়েঙ্কাকে। মঙ্গলবার একানা স্টেডিয়ামে ফের একবার দেখা দেল তেমনই ছবি। পন্ত বোল্ড হওয়ার পরেই হাসতে দেখা যায় লখনউ মালিককে। সেই হাসি যে হতাশার এবং বিরক্তির, সেটা বুঝতে অসুবিধা হয় না।
আরও পড়ুন:- অভিনন্দন জানাতে এলেন গোয়েঙ্কা, কথাই বলতে চাইলেন না রাহুল, ভোলেননি অপমান!- ভিডিয়ো
দিল্লির বিরুদ্ধে হোম ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে লখনউ সুপার জায়ান্টস। দলগত ৮৭ রানে ওপেনার মার্করাম সাজঘরে ফেরার পরে তিন নম্বরে ব্যাট করতে নামেন নিকোলাস পুরান। তিনি সস্তায় আউট হয়ে বসেন। শক্ত ভিত তৈরি থাকলেও লখনউয়ের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামেননি ঋষভ পন্ত। বদলে ব্যাট হাতে মাঠে নামেন আবদুল সামাদ। তিনিও ক্রিজে এসেই আউট হয়ে বসেন। সামাদ ফেরার পরে পাঁচ নম্বরে লখনউ মাঠে নামায় ডেভিড মিলারকে।
আরও পড়ুন:- রোহিত-কোহলি-জাদেজা অবসরে, IPL-এ চমক দেখিয়ে T20 World Cup 2026-এর দলে ঢুকতে পারেন কারা?