ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ভারতীয় দলের খারাপ পারফরমেন্স দেখে হতাশ টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। একটা সময় দেখে মনে হচ্ছিল টিম ইন্ডিয়ার স্কোর ৪০০ পেরিয়ে যাবেই। কিন্তু শেষদিকে ফের টেলেন্ডারদের ফ্লপ শোতে ৩৫৮ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। এরপর বল হাতেও দ্বিতীয় দিনে একদম নিষ্প্রভ ছিল টিম ইন্ডিয়ার বোলাররা। দেখে মনে হবে না যে তারা সিরিজে পিছিয়ে আছেন। প্রায় ৫-র কাছাকাছি ইকোনমি রেটে রান দিয়েছেন বুমরাহ বাদে বাকি পেসাররা। আর বুমরাহ দ্বিতীয় দিনে থেকেছেন উইকেটহীন।
ম্যাঞ্চেস্টার টেস্টের বর্তমান যা অবস্থা তাতে টিম ইন্ডিয়া একটু ব্যাকফুটেই আছে। কারণ ইংরেজরা বড় রান করার দিকে এগোচ্ছে। যদি ইংল্যান্ড তৃতীয় দিন পুরোটা ব্যাটিং করতে পারে, তাহলে ভারতের কপালে যে দুঃ আরও বাড়তে চলেছে সেকথা বলাই বাহুল্য। কারণ সিরিজের এই টেস্ট হারলেই ভারত সিরিজ হাতছাড়া করার হ্যাটট্রিক গড়বে, যা অত্যন্ত লজ্জার।
বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে কয়েক বছর আগে ইংল্যান্ডে গিয়ে দাদাগিরি করেছিল ভারতীয় ব্রিগেড। লর্ডসে এবং দ্য ওভালে ম্যাচ জিতে সিরিজ ২-২ ভাবে শেষ করেছিল ভারত। কিন্তু গিলের টিম ইন্ডিয়া এজবাস্টনে একটি টেস্ট জিতলেও লর্ডস এবং হেডিংলেতে হেরেছে। যার ফলে গিলের ক্যাপ্টেন্সির দিকেই আঙুল তুলছেন সঞ্জয়।
সঞ্জয় মঞ্জরেকর বলছেন, ‘বিরাট কোহলিকে অধিনায়ক হিসেবে মনে রাখতেই হবে। ওর প্রথম একাদশ দেখে হয়ত অনেকের মনে হতে পারত যে সেটা খুব একটা ভালো নয়। কিন্তু ভারতীয় দল কখনও হাল ছেড়ে দিত না ওর অধিনায়কত্বে। ও সব সময়ই চেষ্টা করত, খেলার শেষ মূহূর্ত পর্যন্ত লড়াই দিতে। আমি বলব না যে এই ভারতীয় দল ভালো নয়। কারণ পরিস্থিতি কখনও কখনও কঠিন হয়েছে। ঋষভ পন্তের থাকা না থাকাটাও পার্থক্য গড়ছে। শুভমন গিল ঠিকঠাক সঙ্গ পাচ্ছে না মাঠে ’।