বুমরাহ-কে ৯ উইকেট নিতে দিল না! যশস্বীদের ক্যাচ মিস দেখে পোস্ট সচিন তেন্ডুলকরের
1 মিনিটে পড়ুন Updated: 23 Jun 2025, 11:00 AM ISTভারতীয় ফিল্ডারদের ওপর বিরক্ত মাস্টার ব্লাস্টার্স

লিডস টেস্টে ভারত আর ইংল্যান্ডের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। তিনি যদি পাঁচ উইকেট না নিতেন, তাহলে এই টেস্টে হয় ভারত হারত। নাহলে ইংল্যান্ড এত বড় রান করত যে টেস্ট সম্ভবত ড্র হয়ে যেত। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় দিনে প্রায় ২৫ ওভার বোলিং করে এখনও ম্যাচ ফিফটি ফিফটি জায়গায় রেখেছেন ভারতীয় দলের এই তারকা পেসার। যেখানে বাকি সব বোলার মিলে ৩৮২ রানে ৫ উইকেট নিয়েছেন, সেখানে বুমরাহ ৫ উইকেট নিয়েছেন মাত্র ৮৩ রানে।
ক্রিস ওকসকের পর প্রায় একই ঢংয়ে জোশ টং-কেও বোল্ট আউট করার পর বুমরাহ ইংল্যান্ডের ইনিংসে জবনিকা টানেন। আর তারপরেই ভারতীয় পেসারের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পাশাপাশি টিম ইন্ডিয়ার ফিল্ডিং বিপর্যয় নিয়ে সোশাল মিডিয়ায় মুখ খোলেন মাস্টার ব্লাস্টার্স সচিন তেন্ডুলকর। তিনি যে বিরক্ত যশস্বীদের পরপর ক্যাচ মিসে, সেকথা রাখঢাক না রেখেই স্বীকার করে নেন লিটল মাস্টার।
যশস্বী জসওয়াল দ্বিতীয় এবং তৃতীয় দিনে দুটি ক্যাচ মিস করেন। আর রবীন্দ্র জাদেজা একটি ক্যাচ মিস করেন স্লিপ কর্ডনে দাঁড়িয়ে। সেই সুযোগ কাজে লাগিয়েই পোপ, ডাকেটরা বড় রান তুলে নেন। আর এই ছবি দেখার পরই সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে সচিন তেন্ডুলকর লেখেন, ‘অভিনন্দন জসপ্রীত বুমরাহ। একটা নো বল আর ৩টে ক্যাচ মিসের জন্য তোমার একার ৯ উইকেট নেওয়া হল না ’।
মাস্টার ব্লাস্টার্সের এই পোস্ট থেকেই বোঝা যায়, কার্যত লোন ওয়ারিয়রের মতোই টিম ইন্ডিয়ার এই পেসার লড়ে গেছেন ইংল্যান্ডের ব্যাটারদের বিরুদ্ধে। ২৪.৪ ওভারে তিনি ইংল্যান্ডের জ্যাক ক্রলি, বেন ডাকেট, জো রুট, ক্রিস ওকস এবং জোশ টং-র উইকেটটি নেন। হ্যারি ব্রুককেও আউট করে ফেলেছিলেন বুমরাহ, কিন্তু সেটা নো বল হয়ে যায়। তারপর ইংরেজ ব্রুক ৯৯ রান করেন। টেস্টে নিজের ১৪তম ফাইভ উইকেট হল নিয়ে ফেললেন বুমরাহ। এই টেস্ট যদি ভারতকে জিততে হয়, সেক্ষেত্রে আরও একবার জাস্সিকেই নিজের স্বমহিমায় ফিরতে হবে চতুর্থ ইনিংসে। অবশ্য দলের বাকি বোলাররা যদি একদম কাজে না লাগেন, তাহলে এই টেস্ট ভারতের পক্ষে বের করা কঠিনই হবে, তা নিঃসন্দেহে বলাই যায়।
৳7,777 IPL 2025 Sports Bonus