ওপেনার হিসেবে ওয়ার্নার সবচেয়ে বেশি সেঞ্চুরি করার নজির গড়ে ফেললেন। ওপেনার ওয়ার্নারের মোট ৪৬টি শতরান হয়ে গেল। তিনি এদিন টপকে গেলেন কিংবদন্তি সচিনকে। ওপেনার হিসেবে সচিনের শতরানের সংখ্যা ছিল ৪৫টি। তাঁকে ছাপিয়ে এই তালিকায় শীর্ষে এখন অজি তারকা ওপেনার।
শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়া টস হেরে প্রথমে ব্যাট করতে নামে। আর ওপেন করতে নেমেই সেঞ্চুরি হাঁকান ডেভিড ওয়ার্নার। সেই সঙ্গে গড়ে ফেলেন একাধিক নজির।
ওপেনার হিসেবে ওয়ার্নার সবচেয়ে বেশি সেঞ্চুরি করার নজির গড়ে ফেললেন। ওপেনার ওয়ার্নারের মোট ৪৬টি শতরান হয়ে গেল। তিনি এদিন টপকে গেলেন কিংবদন্তি সচিনকে। ওপেনার হিসেবে সচিনের শতরানের সংখ্যা ছিল ৪৫টি। তাঁকে ছাপিয়ে এই তালিকায় শীর্ষে এখন অজি তারকা ওপেনার। সচিনের পর এই তালিকায় রয়েছেন যথাক্রমে ক্রিস গেইল (৪২), সনৎ জয়সূর্য (৪১), ম্যাথু হেডেন (৪০), রোহিত শর্মা (৩৯)।
শনিবার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ওয়ার্নার। ট্রেভিস হেড এবং ওয়ার্নার মিলে অজিদের হয়ে শুরুটা দুরন্ত করেছিলেন। ১১.৫ ওভারে দুই ব্যাটার মিলে প্রথম উইকেটে ১০৯ রান করে ফেলেছিলেন। ৯টি চার এবং তিনটি ছয়ের সাহায্য ৩৬ বলে ৬৪ করে সাজঘরে ফেরেছে হেড। মিচেল মার্শ অবশ্য তিনে নেমে গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন।