শুভব্রত মুখার্জি:- ২৪ অগস্ট অর্থাৎ শনিবার এক ভিডিও বার্তা পোস্ট করে ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছেন বাঁহাতি ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। বেশ কয়েকটি টুর্নামেন্টে তিনি ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন। আইপিএলে পঞ্জাব কিংস দলেরও অধিনায়ক ছিলেন তিনি।সাদা বলের ফর্ম্যাটে বিশেষ করে ওডিআই ক্রিকেটে নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা তিনি। গ্লোবাল আইসিসি টুর্নামেন্টে বিশেষ করে ওডিআইতে তাঁর মতন ধারাবাহিক পারফরম্যান্স খুব কম ক্রিকেটারের রয়েছে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তো বটেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও ওয়ানডেতে সেরা জুটি সচিন তেন্ডুলকর,সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপেনিং জুটি। পরবর্তীতে তাদেরকে এখন পর্যন্ত কেউ টপকাতে না পারলেও তাদেরকে ধরাছোঁয়ার মধ্যে চলে এসেছিল রোহিত শর্মা,শিখর ধাওয়ান জুটি।ধাওয়ানের এই অবসরের পর মুহূর্তে আসুন জেনে নেওয়া যাক ওডিআইতে তাঁর ক্রিকেটীয় অ্যাচিভমেন্টগুলো।
আরও পড়ুন-রেলকে বেলাইন করল মোহনবাগান! কলকাতা লিগে ৮-১ গোলে দুরন্ত জয় সবুজ মেরুন শিবিরের
পুরুষদের ওডিআই ক্রিকেটে ওপেনিং জুটি হিসেবে সবথেকে বেশি শতরানের পার্টনারশিপ রয়েছে সচিন তেন্ডুলকর,সৌরভ গঙ্গোপাধ্যায় জুটির। তারা ১৩৬ টি ইনিংসে ২১ টি শতরানের পার্টনারশিপ গড়েছেন। এই তালিকাতেই দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মা,শিখর ধাওয়ান জুটি।তারা ১১৫ ইনিংসে গড়েছিলেন ১৮ টি শতরানের পার্টনারশিপ।তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অ্যাডাম গিলক্রিস্ট এবং ম্যাথু হেডেন জুটি। ১১৪ ম্যাচে তারা গড়েছিলেন ১৬ টি শতরানের পার্টনারশিপ।
আরও পড়ুন-গোল করলেন, করালেন! জেসিনের দুর্দান্ত ফুটবলে পিয়ারলেসকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
নিজের টেস্ট অভিষেকেই নজির গড়েছিলেন তিনি। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। সেই ম্যাচে তিনি অভিষেকেই শতরান করেছিলেন। সেবার ১৮৭ রানে আউট হয়েছিলেন ভক্তদের আদরের 'গব্বর'। তিনি মাত্র ৮৫ বলে সম্পন্ন করেছিলেন তাঁর শতরান।ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে একজন অভিষেককারী হিসেবে এটাই ছিল দ্রুততম শতরান।
ওয়ানডে ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৪৪.১১। ১৬৪ ইনিংসে করেছেন ৬৭৯৩ রান।স্ট্রাইক রেট ৯১.৩৫। বিরাট কোহলি, এম এস ধোনি,রোহিত শর্মা এবং সচিন তেন্ডুলকরের পরেই ওয়ানডেতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবথেকে ভালো গড় তাঁর।
আরও পড়ুন-MLS- ভিডিয়ো, দুরন্ত সুয়ারেজ,জিততে অসুবিধা হল না মেসিহীন মিয়ামির! মুখে হাসি ফুটল LM10-র
আইসিসি আয়োজিত ৫০ ওভারের টুর্নামেন্টে (ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি) তিনি খেলেছেন ২০ টি ইনিংস। গড় ৬৫.১৫। করেছেন ছয়টি শতরান। ফলে আইসিসির ওডিআই টুর্নামেন্টের ইতিহাসে তিনি ভারতীয় ব্যাটারদের মধ্যে ব্যাটিং গড়ে বিরাট কোহলিকেও পিছনে ফেলেছেন। পাশাপাশি ওডিআই ক্রিকেটে গোটা বিশ্বে তিনি চতুর্থ দ্রুততম ক্রিকেটার হিসেবে ১৪০ ইনিংসে ৬০০০ রান করার নজির গড়েছেন। নিজের শততম ওডিআই ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান (১০৯) করার নজিরও রয়েছে তাঁর। ওডিআইতে তাঁর ১৭ টি শতরানের মধ্যে ১২ টিই তিনি করেছেন দেশের বাইরে। ওডিআই ফর্ম্যাটে ভারতীয় ব্যাটারদের মধ্যে তো বটেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও তিনি যে অন্যতম শ্রেষ্ঠ ব্যাটার তা প্রমাণ করছে তাঁর পরিসংখ্যান।