রোহিত শর্মা থাকলেন রোহিত শর্মাতেই! ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেডমার্ক রোহিতের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। ওই ভিডিয়োয় বিরাট কোহলি এবং রোহিতকে দেখা গিয়েছে। যাঁরা রবীন্দ্র জাদেজার জয়সূচক শটের পরই পিচে স্টাম্প নিয়ে ডান্ডিয়া খেলতে শুরু করে দেন। একে অপরকে জড়িয়ে ধরেন। দু'জনেই খুব হাসছিলেন। তারইমধ্যে স্টাম্প হাতে নিয়ে ছবি তোলার জন্য ভারতীয় ক্রিকেটের দুই তারকা পোজ দেন ফোটোগ্রাফারদের সামনে। সেইসময় রোহিতকে হাসিমুখে কিছু বলতে দেখা যায়। যা শুনে নিজের হাসি সামলাতে পারেননি বিরাট। রোহিতকে জড়িয়ে ধরেন। দু'জনে মিলে হাসতে থাকেন। হাসতে-হাসতে অন্যদিকে চলে যেতে থাকেন তাঁরা। নেটিজেনদের দাবি, রোহিত আসলে বিরাটকে উদ্দেশ্য করে বলছিলেন যে ‘এরা ভাবছে যে আমরা অবসর নেব।’ আর তাতেই হেসে ফেলেন। সেইসঙ্গে নিজের ট্রেডমার্ক ‘বাণী’ ব্যবহার করেন ভারতীয় অধিনায়ক।
‘টাপোরি’ রোহিত, মজলেন নেটিজেনরা!
আর রোহিত এবং বিরাটের সেই ভিডিয়ো দেখে মজেছেন নেটিজেনরা। তাঁরা যেমন খুব হাসছিলেন, তেমনই অবস্থা হয় নেটিজেনদের একাংশের। একজন বলেন, 'এটা দিনের সেরা কনটেন্ট।' অপর এক নেটিজেন বলেন, ‘উফ! একদম টাপোরি (মুম্বইয়ের চলতি ভাষায় গুন্ডা বোঝানো হয়)।’ একইসুরে একজন বলেন, ‘রোহিত থাকলেন রোহিতেই।’ আরও একজন বলেন, ‘রোহিত ভাই একেবারে কাঁপিয়ে দিলেন।’
ফাইনালে দুরন্ত খেলেন রোহিত!
সত্যিই রোহিত কাঁপিয়ে দিয়েছেন রবিবার। পুরো টুর্নামেন্টে সেরকম রান না পেলেও ফাইনালে ৭৬ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ওই ইনিংসের কারণেই মাঝের দিকে এবং শেষের দিকে নড়বড় করলেও শেষপর্যন্ত জয়ের জন্য প্রয়োজনীয় ২৫২ রান তুলে নেয় ভারত। আর সেজন্য ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন রোহিত। সেইসঙ্গে ক্যাপ্টেন্সি তো ছিলই। যেভাবে স্পিনারদের ব্যবহার করেছেন, তাতে মুগ্ধ হয়েছেন বিশেষজ্ঞরা। সবমিলিয়ে দাপুটে পারফরম্যান্স করেন রোহিত।
তবে অনেকে ভেবেছিলেন যে একদিনের ক্রিকেটে রোহিতের আর এরকম পারফরম্যান্স দেখা যাবে না। কারণ তুমুল জল্পনা চলছিল যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেই একাধিক খেলোয়াড় অবসর ঘোষণা করতে পারেন। যে তালিকায় রোহিত, জাদেজাদের নাম প্রবলভাবে ছিল। বিরাটকে নিয়ে ইতিউতি কানাঘুষো শোনা গেলেও রোহিতদের নিয়েই বেশি আলোচনা হচ্ছিল। এমনকী ফাইনালের আগেরদিন যে সাংবাদিক বৈঠক হয়, তাতেও রোহিতের অবসর গ্রহণের পরিকল্পনা নিয়ে ভারতের সহ-অধিনায়ক শুভমন গিলকে প্রশ্ন করা হয়েছিল।
ODI থেকে অবসর নিচ্ছেন, ‘শানা’ স্টাইলে বলেন রোহিত!
আর রোহিতও সম্ভবত ভালোভাবে জানতেন যে তাঁকে নিয়ে এরকম সব আলোচনা চলছে। তাই ফাইনালের পরে সাংবাদিক বৈঠকে রোহিত স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না। আর সেই বিষয়টাও একেবারে নিজের ‘শানা’ (মুম্বইয়ের চলতি কথা, যা রোহিতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত) স্টাইলে করেন ভারতের অধিনায়ক। তিনি বলেন, ‘আমি এই ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছি না। যাতে কোনও জল্পনা ছড়িয়ে না পড়ে, (সেজন্য এটা বলে রাখলাম)।’