বাংলা নিউজ > ক্রিকেট > দুর্ঘটনার দেড় বছর পর জাতীয় দলে ফিরেই ভারতকে জেতালেন পন্ত…ধন্যবাদ দিলেন ভগবানকে
পরবর্তী খবর
দুর্ঘটনার দেড় বছর পর জাতীয় দলে ফিরেই ভারতকে জেতালেন পন্ত…ধন্যবাদ দিলেন ভগবানকে
1 মিনিটে পড়ুন Updated: 06 Jun 2024, 09:03 AM ISTMoinak Mitra
আয়ারল্যান্ডের বিপক্ষে ২৬ বলে ৩৬ রান করেন ঋষভ পন্ত, জাতীয় দলের জার্সিতে প্রায় দেড় বছর পর ফিরে ভগবানকে ধন্যবাদ জানান। ম্যাচের শেষে নিজের এক্স হ্যান্ডেলে পন্ত নিজের কিছু শটের ছবি পোস্ট করে লেখেন, ‘ভগবান তোমায় ধন্যবাদ আমায় বিশ্বাস এবং ভরসা দেওয়ার জন্য ’।
ঋষভ পন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে। ছবি- এএফপি
আইসিসি টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফের জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন করেছেন ঋষভ পন্ত। প্রায় দেড় বছর পর ফের মাঠে নেমেছেন উত্তরাখণ্ডের এই ক্রিকেটার। ২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্ত, এরপর এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। খেলতে পারেননি গত বছর দেশের মাটিতে হওয়া একদিনের ফরম্যাটের বিশ্বকাপে, হাত কামড়াচ্ছিলেন। অবশেষে চলতি বছরের শুরু থেকেই পুরো দমে অনুশীলন শুরু করেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। শুরুর দিকে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও, মাঠে নামার পর আর সেই প্রশ্ন উঠতে দেননি পন্ত, জাতীয় দলের জার্সিতে ফিরেও চেনা ছন্দেই দেখান গেল বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটারকে। ম্যাচ জেতানোর পর ধন্যবাদ জানালেন ভগবানকে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঋষভ পন্ত নেমেছিলেন ফার্স্ট ডাউনে ব্যাটিং করতে, বিরাট কোহলির জায়গায়। কারণ কোহলি ওপেনিং করেছিলেন। ফার্স্ট ডাউনে খেলার যে চাপ এবং দায়িত্ববোধ, সেটা ভালোভাবেই পালন করেছেন পন্ত। খেলা দেখেই বোঝা গেছে আগের থেকে আরও পরিণত বোধ এসেছে তাঁর ব্যাটিংয়ে, হয়েছেন দায়িত্বশীলও। ২৬ বলে ৩৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। দুর্বল প্রতিপক্ষ বলে জয়ের জন্য কোনওরকম তাড়াহুড়ো করলেন না পন্ত। তবে নিজের ইনিংসে মারলেন চেনা কিছু শট, যার মধ্যে ছিল ফাস্ট বোলারের বিরুদ্ধে ব্যাক সুইপ শটে ছয়। সেই ছয়ের সঙ্গে সঙ্গেই ম্যাচ শেষ করেন পন্ত।
দলের হয়ে প্রত্যাবর্তনে ২৬ বলে ৩৬ রান করার পর ঋষভ পন্ত ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে। কারণ ভগবান, তাঁর সঙ্গে ছিল বলেই এত বড় দুর্ঘটনা কাটিয়ে জীবনযুদ্ধে লড়ে ফের ক্রিকেট মাঠে ফিরতে পেরেছেন তিনি। দুর্ঘটনার পর টানা ২ মাস দাঁত মাজতে পারেননি, টানা ছয় মাস অসম্ভব যন্ত্রণা সহ্য করতে হয়েছে, অবশেষে জাতীয় দলে ফিরে রান পেয়েছেন। ম্যাচের শেষে নিজের এক্স হ্যান্ডেলে পন্ত নিজের কিছু শটের ছবি পোস্ট করে লেখেন, ‘ভগবান তোমায় ধন্যবাদ, আমায় বিশ্বাস এবং ভরসা দেওয়ার জন্য ’।
উল্লেখ্য এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে এসে রান পেলেও তাঁর আসল পরীক্ষা ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে। কারণ সেই ম্যাচে পাকিস্তানের পেসারদের এই পিচে সামলাতে হবে তাঁকে। পিচের চরিত্র প্রথম দিনে তিনি কিছুটা বুঝতে পারলেও পাকিস্তানের পেসাররা বহুগুনে শক্তিশালী আয়ারল্যান্ডের তুলনায়। তাঁদের দলে রয়েছে মহম্মদ আমির, শাহিন আফ্রিদির মতো বাঁহাতি জোড়ে বোলার। তাই তাঁদের সামলে ভারতকে জেতানোর কঠিন কাজটাই করতে হবে পন্তকে।