শনিবার (৩ মে) আইপিএল ২০২৫-এর ৫২তম ম্যাচে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত স্কোরবোর্ডে রান যোগ করছিল চেন্নাই সুপার কিংস। দলের তরুণ ওপেনিং ব্যাটসম্যান আয়ুষ মাত্রে দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলেন। মাত্র ৬ রানের জন্য তিনি এদিন সেঞ্চুরি মিস করেন। আরসিবির সব বোলারকেই এদিন পিটিয়ে ছাতু করেন আয়ুষ। পাশাপাশি তৃতীয় উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে শতরানের পার্টনারশিপ করেন আয়ুষ।
এর পর তিনি আউট হলে ক্রিজে আসেন ডেওয়াল্ড ব্রেভিস। আর বেবি এবি ক্রিজে আসার পরেই, তাঁর আউট নিয়ে চরম নাটকীয়তা তৈরি হয়। যা দেখে সকলে হতবাক হয়ে যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলার লুঙ্গি এনগিদির ওভারে আম্পায়ার এমন সিদ্ধান্ত দেন যে, চেন্নাইয়ের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা খেপে লাল হয়ে যান। ঝামেলা লেগে যায় আম্পায়ারদের সঙ্গে। এর পর মাঠে বেশ উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। আর একটি সিদ্ধান্তই চেন্নাইয়ের হারের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
ডেওয়াল্ড ব্রেভিসের উইকেট নিয়ে তুমুল ঝামেলা
ঘটনাটি ঘটে, চেন্নাই সুপার কিংসের ইনিংসের সময়ে। আরসিবির ফাস্ট বোলার লুঙ্গি এনগিদি ১৭তম ওভারে বল করতে এসেছিলেন। এই ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে যান আয়ুষ মাত্রে, যিনি দুর্দান্ত ব্যাটিং করছিলেন। এর পর ব্যাট করতে আসেন ডেওয়াল্ড ব্রেভিস। ওভারের তৃতীয় বলে এনগিদি ফুল টস করেন, যা ব্রেভিসের পায়ে লাগে। আম্পায়ার সঙ্গে সঙ্গে তাঁকে আউট ঘোষণা করেন। ব্রেভিস যখন রিভিউ নিতে গিয়েছে, তখন সময় পেরিয়ে গিয়েছে।
আসলে রবীন্দ্র জাদেজার সঙ্গে আলোচনা করতেই অনেকটা সময় নিয়ে নেন ব্রেভিস। ফলে তাঁকে সাজঘরে ফিরতে হয়। যদিও এই সিদ্ধান্তে খুশি ছিলেন না রবীন্দ্র জাদেজা। তিনি আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। বেশ ক্ষিপ্ত হয়ে তাঁকে ফিল্ড আম্পায়ার নীতিন মেননের সঙ্গে ঝামেলা করতে দেখা যায়। কিন্তু এতে আখেরে কিছুই লাভ হয়নি। পরে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, ব্রেভিস কোনও ভাবেই এলবিডব্লিউ আউট ছিলেন না। কারণ বল স্টাম্পে লাগছিলই না। তবে এই ওভারে এনগিদি পরপর দুই বলে দু' টি উইকেট তুলে নিয়ে আরসিবি-কে অক্সিজেন দেন।