ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র বিরাট কোহলি আবারও তাঁর ব্যাটিং দক্ষতা প্রমাণ করে ইতিহাস লিখে ফেলেছেন। ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষ লিগ পর্বের ম্যাচে তিনি এমন একটি কীর্তি গড়েছেন, যা এখনও পর্যন্ত বিশ্বের কোনও ব্যাটসম্যান করতে পারেননি। এর মাধ্যমে তিনি আবারও দেখিয়ে দিলেন, কেন তাঁকে আধুনিক ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়।বিরাট কোহলির ঐতিহাসিক কীর্তিমঙ্গলবার (২৭ মে) ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত এক ইনিংস খেলেন বিরাট কোহলি। তিনি ৩০টি বল মোকাবেলা করে ১৮০ স্ট্রাইক রেটে ৫৪ রান করেন। এর মাধ্যমে তিনি আইপিএলে তাঁর ৯০০০ রান পূর্ণ করেন। বিশেষ বিষয় হল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময়েই তিনি এত রান করেছেন। প্রসঙ্গত, কোহলি আইপিএলে আরসিবি বাদে আর কোনও দলে এখনও পর্যন্ত খেলেননি। তিনি আইপিএলের প্রথম মরশুম অর্থাৎ ২০০৮ সাল থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন। এর মাধ্যমে, তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে এক দলের হয়ে ৯০০০ রান পূর্ণ করার বিশ্ব রেকর্ড গড়েছেন। এই রেকর্ডের ক্ষেত্রে কোহলির ধারেকাছে কেউ নেই। বিশ্বের আর কোনও প্লেয়ারই কোনও নির্দিষ্ট একটি দলের হয়ে ৭০০০ টি-টোয়েন্টি রানও করতে পারেনি।টি-টোয়েন্টিতে একটি দলের হয়ে সর্বাধিক রান৯০০০+ রান- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি৬০৬০ রান- মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা৫৯৩৪ রান- হ্যাম্পশায়ারের হয়ে জেমস ভিন্স৫৫২৮ রান- চেন্নাই সুপার কিংসের হয়ে সুরেশ রায়না৫৩১৪ রান- চেন্নাই সুপার কিংসের হয়ে এমএস ধোনিআইপিএল ২০২৫ মরশুমেও লিখে ফেললেন একাধিক নজিরএই ইনিংসের মাধ্যমে বিরাট কোহলি ২০২৫ সালের আইপিএলে তাঁর ৬০০ রান পূর্ণ করেন। এই মরশুমে কোহলির এখনও পর্যন্ত সংগ্রহ ৬০২ রান। তিনি পঞ্চম বারের মতো এক মরশুমে ৬০০ বা তার বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন। এর ফলে, তিনি এক মরশুমে সর্বাধিক বার ৬০০ বা তার বেশি রান করা ব্যাটসম্যান হয়ে নতুন নজির গড়লেন। পাশাপাশি, আইপিএলে তাঁর এখন ৬৩টি অর্ধশতরান। তিনি আইপিএলে সর্বাধিক অর্ধশতরান করা ব্যাটসম্যানও হয়ে উঠেছেন। এর আগে তিনি ডেভিড ওয়ার্নারের সমকক্ষ ছিলেন। প্রসঙ্গত, চলতি মরশুমে বিরাট কোহলি ৮ বার ৫০+ রান করেছেন, যা অন্যান্য খেলোয়াড়দের তুলনায় সর্বোচ্চ।