ম্যাঞ্চেস্টারে আজ থেকে শুরু চতুর্থ টেস্ট ম্যাচ। সিরিজে আপাতত ভারতীয় দল পিছিয়ে রয়েছে ১-২ ফলে। তাই এই টেস্ট হারলেই ভারতের লজ্জাজনক সিরিজ হারের হ্যাটট্রিক হয়ে যাবে। কারণ এর আগে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও লজ্জার মুখেই পড়তে হয়েছে গৌতম গম্ভীরের দলকে। এদিকে এই ম্যাচে আর্শদীপ সিং নেই। চোট রয়েছে আকাশ দীপেরও। বুমরার, সিরাজ খেলছেন। কিন্তু তৃতীয় পেসার কে হবেন? এই জায়গাতেই অংশুল কম্বোজকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট, কারণ বোলিংয়ের পাশাপাশি তাঁর ব্যাটের হাতও মন্দ নয়।
নীতীশ কুমার রেড্ডিকেও এই সিরিজে আর পাওয়া যাবে না। গত মাসে ইংল্যান্ডে এসেছিলেন কম্বোজ ভারতীয় এ দলের হয়ে খেলতে, কিন্তু সামান্য চোট থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। হর্ষিত রানাকে ভারতীয় দলের সঙ্গে রাখা হয়। এবার অংশুলের হয়েই সওয়াল করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
সিএসকের স্পিনার বলছেন, ‘এই ইংল্যান্ড দলের সঙ্গে ভারতের ম্যান টু ম্যান তুলনা করা যাবে না। সিরাজ এবং বুমরাহ যেভাবে বোলিং করেছে, তাতে অংশুল কম্বোজকে দলে আনতে বোলিং অ্যাটাকে অনেকটা পরিবর্তন হবে। অনেকে বলতে পারে ও তো আগে কখনও খেলেনি, কিন্তু মাথায় রাখতে হবে যে অংশুল ইন্ডিয়া এর হয়ে সিরিজ খেলেছে ওখানে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছে সিরাজ, বুমরাহদের পাশে প্রসিধের থেকেও ওর থাকাটা অনেক বেশি কার্যকরি হবে। অংশুলের যেটা ভালো জিনিস সেটা হল, ও প্ল্যান মাফিক বোলিং করে। অনেক বোলার ৩০-৪০টা টেস্ট খেলার পরও দলের প্ল্যান বুঝতে পারে না। শুধু প্ল্যান বুঝলেই আবার হয় না, সেই প্ল্যান কার্যকরও করতে হয়। কিন্তু কম্বোজের সব থেকে বড় গুন হল, ও প্ল্যানিং বা স্ট্র্যাটেজি বুঝে সেটা কীভাবে কার্যকর করতে হয় সেটা জানে। এই গুণ খুব বেশি পেসারের নেই, জাহির খানের ছিল। এখনকার সময় বুমরাহর রয়েছে সেই গুণ। অংশুলও সেই পেসারদের মধ্যেই পরে, আমি ওর স্কিল নিয়ে কথা বলতে চাই না। কিন্তু ও থাকলে দলেরই ভালো হবে ’।