সৌরভ গঙ্গোপাধ্যায়ের নয়া ‘অস্ত্র’-র দুর্দান্ত শতরান। তার জেরে রঞ্জি ট্রফিতে প্রবল চাপে পড়ে গেল বাংলা। তৃতীয় দিনের শেষে বাংলা মাত্র ৭০ রানে এগিয়ে আছেন মনোজ তিওয়ারি। অন্ধ্রপ্রদেশের হাতে আছে চার উইকেট। ক্রিজে আছেন শতরান হাঁকানো রিকি ভুঁই। তাঁর সঙ্গে আছেন শোয়েব মহম্মদ খান। যিনি ৮৪ বলে ৩১ রান করে জমে গিয়েছেন। ফলে সোমবার সকালের প্রথম ৩০ মিনিটে কিছু করতে না পারলে প্রথম ইনিংসের লিড পাবে না বাংলা। আদৌও বাংলা সেটা পারবে কিনা, তা নিয়ে ধন্দ আছে। কারণ তৃতীয় দিনে মাত্র তিনটি উইকেট তুলতে পারলেন ইশান পোড়েলরা।
বাংলা বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচের স্কোরকার্ড
বাংলা বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচের তৃতীয় দিনের আপডেট
— তৃতীয় দিনে বাংলা মাত্র তিনটি উইকেট তুলতে পেরেছে। দিয়েছে ২১০ রান। প্রথম সেশনের একেবারে শেষ বলে উইকেট পেয়েছিল বাংলা। দ্বিতীয় সেশনের গোড়াতেই ফের অন্ধ্রকে ধাক্কা দিয়েছিল। কিন্তু পরপর দু'উইকেট পেলেও সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। একটি নিয়েছেন আকাশদীপ। একটি উইকেট পেয়েছেন ইশান পোড়েল। অপরটি নিয়েছেন মহম্মদ কাইফ।
— শেষ তৃতীয় দিনের খেলা। আপাতত অন্ধ্রপ্রদেশের স্কোর ছয় উইকেটে ৩৩৯ রান (১৩৩ ওভার)। দিনের শেষে ২৪৩ বলে ১০৭ রানে অপরাজিত আছেন রিকি ভুঁই। ৮৪ বলে ৩১ রানে অপরাজিত আছেন শোয়েব মহম্মদ খান। প্রথম ইনিংসে ৭০ রানে এগিয়ে আছে বাংলা।
— শতরান করে ফেললেন রিকি ভুঁই। আপাতত ২৩৫ বলে ১০৩ রানে অপরাজিত আছেন তিনি। ৭৫ বলে ২৯ রানে খেলছেন তিনি। আর অন্ধ্রপ্রদেশের স্কোর ছয় উইকেটে ৩৩৩ রান। প্রথম ইনিংসে ৭৬ রানে এগিয়ে আছে বাংলা।
— ১২৫ ওভারে অন্ধ্রপ্রদেশের স্কোর ছয় উইকেটে ৩১৯ রান। শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন রিকি ভুঁই। ২২০ বলে ৯৫ রানে অপরাজিত আছেন। অন্যদিকে ৫৯ বলে ২৩ রানে খেলছেন।
— লাঞ্চের আগে এবং পরে অন্ধ্রপ্রদেশকে যে জোড়া ধাক্কা দিয়েছিল বাংলা, সেটার সুবিধা নিতে পারল নাং বাংলা। চা পানের বিরতিতে অন্ধ্রপ্রদেশের স্কোর দাঁড়াল পাঁচ উইকেটে ২৭৭ রান। ১৮৫ বলে ৭৮ রানে খেলছেন রিকি ভুঁই। যে খেলোয়াড়কে দলে নিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, ৩০ রানে অপরাজিত আছেন কে নীতীশ কুমার রেড্ডি। আপাতত প্রথম ইনিংসে বাংলা এগিয়ে আছে ১৩২ রানে।
— লাঞ্চের ঠিক আগে উইকেট পেল ভারত। হনুমা বিহারীকে আউট করলেন আকাশদীপ। যা চলতি ম্যাচে তাঁর দ্বিতীয় উইকেট। ১৩৩ বলে ৫১ রান করেন অন্ধ্রপ্রদেশের অধিনায়ক। আপাতত অন্ধ্রপ্রদেশের স্কোর চার উইকেটে ২০৬ রান। বাংলা এগিয়ে আছে ২০৩ রানে। রিকি ভুঁই ৩৮ রানে অপরাজিত আছেন।
— ৭৬ ওভারে অন্ধ্রপ্রদেশের স্কোর তিন উইকেটে ১৮৮ রান। ২২১ রানে এগিয়ে আছে বাংলা। হনুমা বিহারী খেলছেন ৩৮ রানে। রিকি ভুঁই অপরাজিত ৩৩ রানে।
— বাংলার লিড ২৫০ রানের নীচে নেমে গেল। ৬২.৪ ওভারে অন্ধ্রপ্রদেশের স্কোর তিন উইকেটে ১৬২ রান। হনুমা বিহারী খেলছেন ২৯ রনে। ২০ রানে অপরাজিত রিকি ভুঁই।
আরও পড়ুন: Ranji Trophy 2024: একা রিঙ্কু নন, রঞ্জির প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাতছাড়া করলেন KKR-এর বেঙ্কটেশ আইয়ারও
— আপাতত ৫৭.৩ ওভার খেলা হয়েছে। অন্ধ্রপ্রদেশের স্কোর তিন উইকেটে ১৪৪ রান। ৫৬ বলে ১৭ রানে খেলছেন অধিনায়ক হনুমা বিহারী। আর ৩১ বলে ১৪ রানে খেলছেন রিকি ভুঁই।
— তৃতীয় দিনের শুরুতেই উইকেটচ চাই বাংলার। কারণ বাংলার হাতে বেশি লিড নেই। ২৯০ রানটা অনেক মনে হলেও দু'জন ব্যাটার শতরান পেলেই ম্যাচের মোড় ঘুরে যাবে। তাই রবিবার ভাইজাগে প্রথম ১০ ওভারের মধ্যে কমপক্ষে দুটি উইকেট তুলতে চাইবেন মনোজ তিওয়ারিরা।
— ভাইজাগের ওয়াই এস রাজাশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা হচ্ছে। তৃতীয় দিনের শুরুটা ২৯০ রানে পিছিয়ে করছে অন্ধ্রপ্রদেশ। প্রথম ইনিংসে বাংলার ৪০৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে অন্ধ্রপ্রদেশের স্কোর ছিল তিন উইকেটে ১১৯ রান। ক্রিজে আছেন হনুমা বিহারী (৩১ বলে ছয় রান)।
— রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে কি নিদেনপক্ষে তিন পয়েন্ট পাবে? সেটার উত্তর মিলতে চলেছে আজ। রবিবার ভাইজাগের ওয়াই এস রাজাশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা চলছে। যত দ্রুত সম্ভব অন্ধ্রপ্রদেশকে অল-আউট করে প্রথম ইনিংসে বড় লিড নিতে চাইছে বাংলা, যাতে তিন পয়েন্ট নিশ্চিত করে পুরো পয়েন্টের লক্ষ্যে ঝাঁপানো যায়। আবার ঘরের মাঠে প্রথম ইনিংসে লিড নিশ্চিত করতে মরিয়া অন্ধ্রপ্রদেশও। সেই বাংলা-অন্ধ্রপ্রদেশ ম্যাচের লাইভ স্কোর এবং টাটকা আপডেট দেখতে হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
আরও পড়ুন: Ranji Trophy 2024: ঝাড়খণ্ডের বিরুদ্ধে শতরানের সুবাদে অভিজাত তালিকায় বিজয় হাজারেকে টপকালেন পূজারা, উঠে এলেন চারে