রঞ্জি ট্রফিতে উত্তর প্রদেশের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিল বাংলা। রঞ্জি অভিযানে শুরুতেই ছয় পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ছিল বাংলা। সে কারণে বেশ ঝুঁকিও নিয়েছিল বাংলা দল। যদিও শেষ পর্যন্ত তাদের লক্ষ্যপূরণ হল না। উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংস লিড পাওয়ার কারণে তিন পয়েন্ট ঘরের তুলল বাংলা। ছয় পয়েন্টের বদলে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। এদিন দুরন্ত পারফর্ম করলেন প্রিয়ম গর্গ। অতীতে ভারতের অনূর্ব্ধ ১৯ জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই প্রিয়ম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও প্রিয়মকে খেলতে দেখা যায়। তবে এদিনের ম্যাচে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন প্রিয়ম গর্গ। দ্বিতীয় ইনিংসে প্রিয়মের সেঞ্চুরির সুবাদে সরাসরি হার বাঁচাল উত্তরপ্রদেশ।
আরও পড়ুন… বিরাটের রানের খিদেটা এখনও আগের মতোই রয়েছে: কোহলির সমালোচকদের একহাত নিলেন গৌতম গম্ভীর
প্রথম ইনিংসে সুদীপ চট্টোপাধ্যায়ের সেঞ্চুরি ও সুদীপ ঘরামির ৯০ রানের পরও বাংলা মাত্র ৩১১ রানেই আটকে গিয়েছিল। লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভরসা দিয়েছিলেন শাহবাজ আহমেদ। বল হাতেও ভরসা দেন তিনি। উত্তরপ্রদেশকে ২৯২ রানে অলআউট করে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড নেয় বাংলা। দ্বিতীয় ইনিংসে বাংলাকে ব্যাট হাতে ভরসা দেন সুদীপ চট্টোপাধ্যায় ও অভিমন্যু ঈশ্বরন। বাংলায় প্রত্যাবর্তনে দু-ইনিংসেই সেঞ্চুরি হতে পারত সুদীপের।
আরও পড়ুন… Ranji Trophy: ভার্গব ভাটের ১০ উইকেট, Irani Cup 2024 চ্যাম্পিয়ন মুম্বইকে ৮৪ রানে হারাল বরোদা
তৃতীয় দিনের শেষে পর্যন্ত জুটিতে ১৪২ রান যোগ করেছিলেন সুদীপ চট্টোপাধ্যায় ও অভিমন্যু ঈশ্বরন। শেষ পর্যন্ত দলের ২১২ রানে ওপেনিং জুটি ভেঙে যায়। সুদীপ ৯৩ রানে সাজঘরে ফিরে যান। অভিমন্যুর অপরাজিত ১২৭ রান করেন। ২৫৪/৩ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করে বাংলা। উত্তরপ্রদেশের সরাসরি জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭৪ রান। বাংলার ১০ উইকেট। দুই ওপেনারকে দ্রুতই ফেরান বাংলার দুই পেসার মুকেশ কুমার ও মহম্মদ কাইফ।
আরও পড়ুন… Ranji Trophy Elite 2024-25: কোহলির পরামর্শে পূজারা বধ, প্রথমে চোখ মেলাতেও ভয় পেয়েছিলেন গুরজপনীত
প্রিয়ম গর্গ তিনে নেমে ক্রিজে জমে যান। শেষ পর্যন্ত ১৬২/৬ স্কোরে খেলা শেষ হয় এবং দুই অধিনায়ক হাত মিলিয়ে নেন। প্রিয়ম গর্গ একাই ১০৫ রানে অপরাজিত থাকেন। প্রিয়মের উইকেট নিতে পারলে বাংলা হয়তো অলআউট ঝাঁপাতে পারত। তা আর হয়নি। তবে অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট দিয়ে অভিযান শুরু বাংলা দলের জন্য মন্দ নয়। বাংলার হয়ে প্রত্যাবর্তন ম্যাচেই সেরা হন সুদীপ চট্টোপাধ্যায়। সেঞ্চুরি ও ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। পরের ম্যাচে ১৮ অক্টোবর বিহারের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে নামবে বাংলা।