ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা দল টি২০ বিশ্বকাপ জিতেছে। মালেশিয়ায় আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে দঃ আফ্রিকা দলকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারতের মহিলা ব্রিগেড। আরও একবার দঃ আফ্রিকাকেই টি২০তে হারিয়েছে ভারত। এর আগে পুরুষদের টি২০ বিশ্বকাপ ফাইনালেও ভারতীয় দল হারিয়েছিল প্রোটিয়া ব্রিগেডকে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় দল এই প্রতিযোগিতাতেও ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল। আর বায়ুমাস ওভালে তাঁরা ৮ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। বিশ্বকাপের মঞ্চে মহিলাদের যুব দলের মধ্যে এই মূহূর্তে ভারতই যে সেরা, সেটাই আরও একবার প্রমাণ করলেন তৃষা, কমলিনিরা।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিন বোলিংয়ের সামনে বিপর্যস্ত অবস্থা হয় প্রোটিয়াদের ব্যাটারদের। জবাবে ব্যাট করতে নেমে তৃষাদের দুরন্ত ব্যাটিংয়ে ম্যাচ জিতে নেয় ওমেন ইন ব্লুজরা। এই জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসা করেন ভারতীয় প্রমিলা বাহিনীর। জানান, আগামী দিনের ক্রীড়াবিদদের উদ্বুদ্ধ করবে এই পারফরমেন্স।
নিজের এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লেখেন, ‘আমি নারী শক্তির এই পারফরমেন্সে গর্বিতবোধ করছি। অনূর্ধ্ব ১৯ মহিলা টি২০ বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে অনেক অনেক শুভেচ্ছা। দুর্দান্ত দলগত সংহতি এবং সাধনারই ফল এই জয়। আগামী দিনের ক্রীড়াবিদদেরকে ভারতীয় দলের এই জয় অনেক উদ্বুদ্ধ করবে। ভবিষ্যৎের জন্য ক্রিকেটারদের শুভেচ্ছা রইল ’।
রান তাড়া করতে নেমে প্রথম দুই ওভারের মধ্যেই ভারতীয় দল পৌঁছে গেছিল ১৮ রানে। এরপর কমলিনের উইকেট হারালেও ভারতীয় দলের পক্ষে ম্যাচ জেতা কঠিন হয়নি কারণ প্রতিযোগিতায় সর্বোচ্চ রান করা গঙ্গাদি তৃষা অপরাজিত ৪৪ রান করে ভারতকে জিতিয়েই মাঠ ছাড়েন। এছাড়াও তিনি বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট। ম্যাচের এবং প্রতিযোগিতার সেরা ক্রিকেটার নির্বাচিত হন তৃষা। প্রতিযোগিতায় মোট ৩০৯ রান করেছেন তৃষা এছাড়াও সাতটি উইকেট নিয়েছেন তিনি।