বাংলা নিউজ > ক্রিকেট > লাইভ অনুষ্ঠানের মাঝেই স্ত্রীর গায়ে হাত, প্রতিবাদী যুবকের সঙ্গে ঝগড়া, সমালোচনায় জেরবার পাক ক্রিকেট বিশেষজ্ঞ- ভিডিয়ো
পরবর্তী খবর
লাইভ অনুষ্ঠানের মাঝেই স্ত্রীর গায়ে হাত, প্রতিবাদী যুবকের সঙ্গে ঝগড়া, সমালোচনায় জেরবার পাক ক্রিকেট বিশেষজ্ঞ- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 18 Feb 2024, 12:10 AM ISTTania Roy
প্রকাশ্যে স্ত্রীর গায়ে হাত তোলার পরেও, নিজেকে ডিফেন্ড করতে পিছপা হলেন না মহসিন আলি। যে ব্যক্তি এই ঘটনার প্রতিবাদ করেছিলেন, তাঁকে পাল্টা আক্রমণ করলেন। এবং নিজের আসল মুখোশটা এদিন সকলের সামনে খুলে দিলেন। তাঁকে নিয়ে সমালোচনায় মুখর সকলেই।
লাইভ অনুষ্ঠানের মাঝেই স্ত্রীয়ের গায়ে হাত তুললেন মহসিন আলি।
পাকিস্তান ক্রিকেট দলের ক্রিকেট বিশেষজ্ঞ মহসিন আলি ইউটিউব লাইভ চলাকালীন কিছু বিষয়ে মেজাজ হারিয়ে স্ত্রীর গায়ে হাত তোলেন। শুধু তাই নয়, তাঁকে এই ঘটনার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে, তিনি ক্ষমা চাইতেও অস্বীকার করেন। এই লজ্জাজনক ঘটনার ভিডিয়ো ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাঁকে নিয়ে চলছে তীব্র সমালোচনা।
টুইটারে প্রকাশিত দু'টি ভিডিয়ো সাম্প্রতিক সময়ের বলে জানা গিয়েছে। প্রথম ভিডিয়োতে দেখা গিয়েছে, মহসিন তাঁর স্ত্রীর গায়ে হাত তুলছেন। সেটাও বেশ ক্ষিপ্ত হয়েই। ভিডিয়োর শুরুতে পাকিস্তানি বিশেষজ্ঞ মহসিনের সঙ্গে ক্রিকেট সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা করছিলেন পাকিস্তানের সঞ্চালক রিজওয়ান হায়দার। যাইহোক, এটি একটি আশ্চর্যজনক মোড় নেয়, যখন একজন মহিলার কণ্ঠস্বর শোনা যায় এবং মহসিন আলি তাঁর দিকে ফিরে তাকান। এবং নিজের বাঁ-হাত দিয়ে তাঁকে মারেন। প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় সকলেই অবাক! এর পর মহসিন আলি নির্বিকার চিত্তে আবার সঞ্চালকের কথায় মন দেন।
অন্যদিকে, দ্বিতীয় ভিডিয়োটিতে দেখা গিয়েছে, যখন একজন ভক্ত মহসিনকে তাঁর স্ত্রীর কাছে গার্হস্থ্য নির্যাতনের জন্য নিন্দে করেন। এবং স্ত্রীর কাছে ক্ষমা চাইতে বলেন। তবে মহসিন স্পষ্ট ভাবে তা প্রত্যাখ্যান করেন। তিনি উল্টে জোর গলায় বলেন, ‘আপনি যখন লাইভে বসবেন, তখন যদি এ ধরনের আচরণ করা হয়, আপনাকে বিরক্ত করা হয়, তখন আপনিও না জানি, কত ভায়োলেন্স করবেন। ৩১ বছর আমার বিবাহিত জীবন, আপনার অত বয়স নয়, যত দিন আমার বিয়ে হয়েছে। আমরা আমাদের মা-বোনদের সম্মান করি, তাই অন্যদেরকে এই সব শিক্ষা দিন। আগে শিষ্টাচার শিখুন।’