
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কলকাতায় এসে নাইট রাইডার্সের বিরুদ্ধে বড় রান করল লখনউ সুপার জায়ান্ট দল। নির্ধারিত ২০ ওভারে তাঁরা তুলল ২৩৮ রান। নিকোলাস পুরানের দুরন্ত ইনিংসে ইডেন গার্ডেন্সে বড় স্কোরে পৌঁছাল এলএসজি। শুরুটা করেছিলেন মার্শ এবং আইডেন মার্করাম, ইনিংসের শেষটা করলেন নিকোলাস পুরান।
সব থেকে মজাদার বিষয় হল, ঋষভ পন্ত নিজে খারাপ ফর্মে থাকায় এদিন তিনি ব্যাটিং করতেই এলেন না। এলএসজির তিনজন ব্যাটার আউট হওয়ার পরেও পাঠানো হল ডেভিড মিলারকে। পন্ত অবশ্য শেষদিকে ব্যাট, গ্লাভস হাতে অপেক্ষা করছিলেন মাঠে নামার, যদিও পুরানের দুরন্ত ইনিংসের পর মিলারকে তেমন কিছু করতে হল না।
CSK-র হয়ে বোলিং করছেন নীরজ চোপড়া? ভাইরাল ছবি নিয়ে তুুমুল হাসাহাসি নেটপাড়ার
এদিন কেকেআরের বোলাররা ইডেনের পিচে তেমন নজর কাড়তে পারলেন না। আইডেন মার্করাম ২৮ বলে ৪৭ পান করে আউট হলেন , তাঁকে বোল্ড করেন হর্ষিত রানা। মিচেল মার্শ ৪৮ বলে ৮১ রানের অনবদ্য় ইনিংস খেলেন। এরপর তাঁকে রাসেল আউট করেন। কিন্তু ঝড় তুলে দেন নিকোলাস পুরান। মার্শ মারেন পাঁচটি ছয় এবং ছয়টি চার। এই নিয়ে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই অর্ধশতরান করলেন মার্শ।
স্পেন্সর জনসন একদমই বাজে বোলিং করলেন। ৩ ওভারে তিনি দিলেন ৪৬ রান। হর্ষিতা রানা ৪ ওভারে দিলেন ৫২ রান। সুনীল নারিনের অবস্থাও ছিল অত্যন্ত খারাপ। তিনি ৩ ওভারে দিলেন ৩৮ রান, পেলেন না একটাও উইকেট। আন্দ্রে রাসেল বোলিং করে ২ ওভারে দিলেন ৩২ রান। তবে বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী উইকেট না পেলেও তাঁরা যথেষ্ট কৃপন বোলিং করলেন।
শেষ পর্যন্ত ৩৬ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। তাতেই লখনউ সুপার জায়ান্টের স্কোর পৌঁছাল ৩ উইকেটে ২৩৮ রানে। পুরান নিজের দুরন্ত ইনিংসে মারলেন ৮টি ছয় এবং সাতটি চার। সেই সুবাদেই তিনি অরেঞ্জ ক্যাপের তালিকায় রইলেন সবার ওপরেই।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports