নিউজিল্যান্ডের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে হারের মুখ দেখতে হয় আয়োজিক পাকিস্তানকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করে ফেলে পাকিস্তান। শেষে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের নিয়ম রক্ষার তৃতীয় তথা শেষ লিগ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।
বাংলাদেশের বিরুদ্ধে ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে পাকিস্তান। যদিও নেট রান-রেটে বাংলাদেশের থেকেও পিছিয়ে থাকায় এ-গ্রুপের লিগ টেবিলে একেবারে শেষে অর্থাৎ চতুর্থ স্থানে থাকে পাকিস্তান। দুই গ্রুপ মিলিয়ে ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান কত নম্বরে থাকবে, সেটা নির্ভর করছে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে উপর।
টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে ইংল্যান্ড এখনও পয়েন্টের খাতা খোলেনি। ইংল্যান্ড যদি শেষ ম্যাচে হেরে যায়, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের শেষে বাংলাদেশ ছয় ও পাকিস্তান সাত নম্বরে থাকবে। তবে ইংল্যান্ড যদি তাদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় তবে বাংলাদেশ ৭ ও পাকিস্তান টুর্নামেন্ট শেষ করবে একেবারে শেষে ৮ নম্বরে থেকে।
আপাতত আয়োজক দেশ হওয়া সত্ত্বেও পাকিস্তান এ-গ্রুপের একেবারে শেষে থাকায় মিমেম বন্যা সোশ্যাল মিডিয়ায়। সুপারহিট বলিউড মুভি থ্রি ইডিয়টসে শরমন যোশীদের রেজাল্ট দেখার ছবিতে রিজওয়ানদের মুখ বসিয়ে মিম তৈরি হয়ে যায় মুহূর্তে। ক্যাপশনে লেখা হয়, ‘নীচে সে চেক কর’। অর্থাৎ কিনা পয়েন্ট টেবিলে পাকিস্তানকে নিজেদের অবস্থান খুঁজতে তালিকার নীচে চোখ রাখতে বলছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় এমনও মিম ছড়িয়ে পড়ে যে, আমির খানের নেতৃত্বাধীন লগানের টিমও পাকিস্তানের এই দলকে হারিয়ে দেবে। এক টুইটার ব্যবহারকারীর মিম পোস্টে লেখা রয়েছে যে, সেমিফাইনালের নয়, পাকিস্তান ক্রিকেট সাফল্যের সঙ্গে করাচি বাস স্ট্যান্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে।
উল্লেখ্য, পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানের বড় ব্যবধানে পরাজিত হয়। করাচিতে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩২০ রান সংগ্রহ করে। পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৭.২ ওভারে ২৬০ রানে অল-আউট হয়ে যায়।
পরে ভারতের কাছে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হেরে যায় পাকিস্তান। দুবাইয়ে শুরুতে ব্যাট করে পাকিস্তান ৪৯.৪ ওভারে ২৪১ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪২.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৪৪ রান তুলে ম্যাচ জিতে যায়।