
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০২৪ আইপিএল মোটেই ভালো যায়নি মহেন্দ্র সিং ধোনির । ব্যাট হাতে অন্যান্যবারের মতো নজর কাড়তেই পারেননি তিনি। ১৪ ম্যাচে করেন মাত্র ১৬১ রান। ফিল্ডিংয়ের ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিচ্ছিল এমএসডির। এবারের আইপিএলের বেশ কয়েকটি ম্যাচে মাহিকে পিঠে বেল্ট লাগিয়ে খেলতে নামতে দেখা গেছা। অর্থাৎ পিঠের ব্যথ্যায় অত্যন্ত কাবু তিনি। যার জেরে হেড কোচ স্টিফেন ফ্লেমিং বলতে বাধ্য হয়েছিলেন, ধোনিকে অতিরিক্ত চাপ দিতে গেলে তিনি প্রতিযোগিতা থেকে বাদ হয়ে যাবে। সেই চোটের জায়গায় চিকিৎসা করাতে এবার বিদেশে যাচ্ছেন এমএসডি, সেখান থেকে ফিরেই ভবিয্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন চেন্নাই সুপার কিংসকে পাঁচটি আইপিএল দেওয়া ধোনি।
আরও পড়ুন-IPL-র স্বার্থে বড় আত্মত্যাগ ক্যারিবিয়ানদের, অধিনায়ককে ছাড়াই নামছে T20 সিরিজে
পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নেমেছিলেন ৯ নম্বরে। মহেন্দ্র সিং ধোনি এতকাল ৬ নম্বর, ৭ নম্বরে নেমে কত ম্যাচেরই মোড় ঘুরিয়ে দিয়েছেন, সেই ধোনিকেই খেলতে আসতে হয়েছে ৯ নম্বরে। শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে বিশাল ছয় মেরেছিলেন, কিন্তু তাঁর আউট হওয়ার সঙ্গে সঙ্গেই লড়াই থেকে দূরে যেতে থাকে সিএসকে, শেষ পর্যন্ত টুর্নামেন্টের গ্রুপ স্টেজ থেকেই বিদায় নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী আইপিএলে এমএসডির খেলা নিয়ে জল্পনা ছিল, এরই মধ্যে জানা গেল লন্ডনে পেশীর চোটের জন্য চিকিৎসা করাতে যেতে পারেন তিনি।
আরও পড়ুন-যা করেছি,বেশ করেছি…অ্যাশেজে বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়ে বলছেন প্য়াট কামিন্স
গতবছর হাঁটুতে অস্ত্রপচারের পরই ধরে নেওয়া হয়েছিল এমএসডির পক্ষে মাঠে ফেরা কঠিন, যদিও তিনি ফিরে দেখিয়েছেন। তবে ৪২ বছর বয়সে একাধিক ফিটনেস জনিত সমস্যার জন্যই এমএসডিকে ফের ছুরি - কাঁচির তলায় পড়তে হচ্ছে বলে খবর। মাহির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ' মহেন্দ্র সিং ধোনি লন্ডনে যেতে পারেন মাশেল টিয়ার সার্জারি(পেশী ছিঁঁড়ে যাওয়ার অস্ত্রোপচার) করতে, যে চোটের জন্য আইপিএলে ধোনিকে বারবার কষ্ট পেতে দেখেছি। এখন পুরো ফিট নন ধোনি, কিন্তু খেলা চালিয়ে যেতে চান তিনি। সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি নিয়ে ধোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এই চোট কাটিয়ে উঠতে মোটামুটি পাঁচ থেকে ছয় মাস সময় লাগে'।
আরও পড়ুন-IPL 2024-কোহলি একা নন, ধোনির সঙ্গে ড্রেসিংরুমে দেখা করতে যান এই প্রাক্তন RCB তারকাও
এদিকে একদিন আগেই চেন্নাই সুপার কিংসের তরফে তাঁদের সিইও কাশি বিশ্বনাথন জানিয়েছিলেন ধোনির ওপরই তাঁরা সমস্ত সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন। তবে এখনই নয়, নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ধোনি কিছুদিন সময় চেয়ে নিয়েছেন বলে জানা গেছে। ফলে মাহি যদি খেলায় ফিরতে চান, সেক্ষেত্রে তাঁকে চিকিৎসা করানোর পরেও হাতে বেশ খানিকটা সময় রাখতে হবে। কারণ তাঁর বয়স এখন ৪২,সঙ্গে একাধিক জায়গায় চোট থাকায় ফিটনেস ফিরে পেতেও একটু বেশি সময় লাগতে পারে তাঁর।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports