কয়েক মাসের অপেক্ষা, তারপরই শুরু ভারত-অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর ট্রফি। ইতিমধ্যেই এই সিরিজকে তুলনা করা হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড অ্যাসেজ সিরিজের সঙ্গে। পাঁচ টেস্টের এই সিরিজকে অ্যাসেজের মতোই গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। আসলে ঘরের মাঠে অজিরা গত কয়েকবছরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পরেনি। ফলে বর্ডার গাভাসকর ট্রফি রয়েছে ভারতের দখলেই। এতদিন চারটি করে ম্যাচ হত এই সিরিজে, কিন্তু এবারেই বহুদিন পর বর্ডার গাভাসকর সিরিজে হবে পাঁচটি টেস্ট ম্যাচ। আর সেই নিয়েই এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। তাঁর কথায়, এতদিনে অ্যাসেজ সিরিজ আর বর্ডার গাভাসকর ট্রফি একইরকম জমজমাট হতে চলেছে, কারণ দুই সিরিজেই রয়েছে পাঁচটি করে ম্যাচ।
আরও পড়ুন-কলকাতাতেই হোক ডুরান্ডে দুই প্রধানের বাকি ম্যাচ! আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি কল্যাণ চৌবের…
শততম টেস্ট থেকে ১১ ম্যাচ দূরে দাঁড়িয়ে থাকা মিচেল স্টার্ক বলছেন, ‘আমরা চাই ঘরের মাঠে সব ম্যাচেই জিততে, আমরা জানি যে ভারতীয় দল অত্যন্ত শক্তিশালী, তবে আমরা তৈরি। এই মূহূর্তে আমরা ওপরের সারির দুই দলের মধ্যে রয়েছি ফলে উপভোগ্য ক্রিকেটের অপেক্ষাতেই রয়েছি। সমর্থকরাই গোটা সিরিজ উপভোগ করবে বলে আশাবাদী। আশা করছি ৮ই জানুয়ারির পর আমাদের হাতেই ট্রফিটা থাকবে’।
আরও পড়ুন-আইপিএল থেকে গতবছর বিপুল আয় বিসিসিআইয়ের! জেনে নিন কত হাজার কোটি টাকা লাভ বোর্ডের…
টেস্ট কেরিয়ার দীর্ঘ করার জন্য ইতিমধ্যেই সাদা বলের ক্রিকেট খেলা কমাতে শুরু করেছেন স্টার্ক। তাঁর কথায়, ‘আমি যখনই ব্যাগি গ্রিন্সদের ক্যাপ পড়ি, একটা বিশেষরকম অনুভূতি হয়। আশা করব এবারের গ্রিষ্মকালে পাঁচটি ম্যাচেই জয় পাব। যদিও ১০০তম টেস্টে খেলার সুযোগ পাই, তাহলে সেটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয় হবে। ’।
আরও পড়ুন-DC ছেড়ে ধোনির পরিবর্তে CSK-তে ঋষভ? পন্তের পোস্টে ব্যাপক জল্পনা…
বর্ডার গাভাসকর ট্রফির আগে আগামী মাসে ইংল্যান্ডে খেলতে যাবেন স্টার্ক। এরপর নিউ সাউথ ওয়েলস দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেকে তৈরি করে নেবেন ৩৪ বছর বয়সী এই পেসার। স্টার্ক বলছেন, ‘আমাদের হাতে এখন সাতটি টেস্ট ম্যাচ রয়েছে, প্রথমে ভারতের সঙ্গে পাঁচটি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি। প্যাট কামিন্সকে ইংল্যান্ড সফরের জন্য ছুটি দেওয়া হয়েছে। আমরা সব ফরম্যাটেই খেলতে অত্যন্ত পছন্দ করি। আমাদের শেষের কোনও সম্ভাবনাই নেই এখন। দেখব কখন আমাদের শরীর আর সাহায্য করবে না, তবে এই মূহূর্তে ভারতের বিপক্ষে সিরিজের জন্যই প্রস্তুত হচ্ছি ’।