শুভব্রত মুখার্জি: বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী কোনও ভারতীয় ক্রিকেটার আইপিএল ছাড়া বিশ্বের আর কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না। এমন কী অবসর নিয়ে নেওয়ার পরেও, খেলতে গেলে লাগবে বোর্ডের থেকে অনুমতিপত্র। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের পরে বিসিসিআই-এর এই সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রাক্তন ক্রিকেটার মুখ খুলেছিলেন। দাবি উঠেছিল, যাতে বিশ্বের বাকি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন ভারতীয় ক্রিকেটাররা। যদিও এখনও পর্যন্ত সেই দাবিকে মান্যতা দেয়নি বিসিসিআই। গত বছর আরও একটা বিষয়ে জল্পনা ছিল, দক্ষিণ আফ্রিকার নয়া এসএ২০ লিগে খেলতে পারেন ভারতীয় ক্রিকেটাররা। কারণ এখানে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি ভারতীয় মালিকানাধীন। এমন আবহে ভারতীয় বোর্ড এসএ২০ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।
আরও পড়ুন: প্রথম দুই টেস্টে ইশানের বদলে ঋদ্ধি নন, আস্থা জুরেলে, বাদ প্রসিধ, আনফিট শামির জায়গায় আবেশ
লিগ কমিশনার প্রাক্তন ক্রিকেটার গ্রেম স্মিথ যদিও আশা প্রকাশ করেছেন, মহেন্দ্র সিং ধোনির মতন ক্রিকেটার ভবিষ্যতে খেলতে পারেন দক্ষিণ আফ্রিকার এই লিগে। পাশাপাশি আশা করা হচ্ছে, বিরাট কোহলি, রোহিত শর্মারা খেলা ছাড়ার আগে অন্ততপক্ষে একটি মরশুম দক্ষিণ আফ্রিকার এই লিগে খেলবেন। এই বিষয়টি নিয়েই এবার মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার মার্ক বাউচার। রোহিতদের এসএ২০ লিগে খেলা নিয়ে কী জানালেন মার্ক বাউচার? আসুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে খেলার দ্রাবিড়ের পরামর্শে কর্ণপাত না করে, ধ্যানে মগ্ন ইশান-ভিডিয়ো
বিষয়টি নিয়ে বলতে গিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মার্ক বাউচার বলেছেন, ‘যদি আমরা কয়েক জন ভারতীয় ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকার লিগে খেলাতে পারি, তাহলে বিষয়টি সত্যিই অকল্পনীয় হবে। অবিশ্বাস্য হবে। সেটা বাস্তবে হবে কিনা আমি জানি না। আমি জানি, অনেক ভারতীয় ক্রিকেটার বিদেশের টি-২০ লিগে খেলেন না। তাদের বোর্ডের এই বিষয়ে নিয়ম রয়েছে। তবে ভারতীয় ক্রিকেটারদের যদি এই সব লিগে খেলতে দেখা যায় বিষয়টা দারুণ হবে। বিশেষ করে যদি দক্ষিণ আফ্রিকার লিগে তাদেরকে দেখতে পাওয়া যায় খেলতে, তাহলে বিষয়টি দারুণ হবে। তারা যদি এই লিগে খেলে, তাহলে এই লিগও যথেষ্ট বড় হবে। যদিও এখনও পর্যন্ত এরকম সম্ভাবনা নেই। তবে আশা করছি, ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে। ভবিষ্যতে আমরা রোহিত, বিরাটদের দক্ষিণ আফ্রিকাতে খেলতে দেখব বলেই আশা রাখি।’
দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগ কি ভারতে আয়োজন করা হতে পারে? বিষয়টি নিয়ে বলতে গিয়ে মার্ক বাউচার বলেছেন, ‘আমি মনে করি, এটা খুব ভালো একটা আইডিয়া। তবে আমি এর বিরুদ্ধে কখনও-ই নই। আইপিএল ও দক্ষিণ আফ্রিকাতে খেলা রয়েছে। আমরাও এক ঘটনা ঘটাতে পারি। কারণ ক্রিকেট খেলিয়ে দুই দেশের সম্পর্ক খুব ভালো। তবে ভারতের পিচে খেলার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ কিন্তু আলাদাই হতে চলেছে। তবে গ্রেম স্মিথ (কমিশনার, দক্ষিণ আফ্রিকা লিগ) আশা করি বিষয়টি নিয়ে কথা বলবে। আশা করি, কাজ করবে বিষয়টি নিয়ে।’