ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলির স্কুল জীবনের এক স্নেহময় স্মৃতি সামনে এনেছেন তাঁর অষ্টম শ্রেণির শ্রেণিশিক্ষিকা বিভা সচদেব। তিনি জানিয়েছেন, সেই বয়সেই কোহলি বলতেন, ‘ম্যাডাম, আমি ভারতীয় দলের পরবর্তী সচিন তেন্ডুলকর হব।’
ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলির স্কুল জীবনের এক স্নেহময় স্মৃতি সামনে এনেছেন তাঁর অষ্টম শ্রেণির শ্রেণিশিক্ষিকা বিভা সচদেবা। তিনি জানিয়েছেন, সেই বয়সেই কোহলি বলতেন, ‘ম্যাডাম, আমি ভারতীয় দলের পরবর্তী সচিন তেন্ডুলকর হব।’ তাঁর এই আত্মবিশ্বাস দেখে শিক্ষক-শিক্ষিকারা মুগ্ধ হতেন এবং কখনও কখনও ছাত্রের কথা শুনে হেসেও ফেলতেন।
বিরাট কোহলি নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন পশ্চিম বিহারের বিশাল ভারতী পাবলিক স্কুলে। সেই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বিভা সচদেব বলেন, ‘ওর চোখ ছিল খুব এক্সপ্রেসিভ। বিরাট স্কুলের সব কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত, আন্তঃহাউস প্রতিযোগিতায় দারুণ উৎসাহ নিয়ে নাম লেখাত। ও প্রায়ই বলত, ‘ম্যাডাম, আমি ভারত দলের পরবর্তী সচিন তেন্ডুলকর হব।’ আমরা মাঝে মাঝে ওর এই আত্মবিশ্বাস আর জেদ দেখে মুচকি হেসে ফেলতাম।’
শিক্ষিকার কথায়, বিরাট একজন ‘above average’ ছাত্র ছিলেন। পড়াশোনার ফলাফল ছিল ভালো, কিন্তু ক্রিকেট অনুশীলনের কারণে কখনও কখনও নম্বর কিছুটা কমে যেত। বিরাট কোহলির শিক্ষিকা বলতেন, ‘ও পরীক্ষায় ভালো করত। ও ছিল উপরের দিকের ছাত্রদের একজন। শুধু যখন ওর অনুশীলনের সময় বেশি হয়ে যেত, তখনই কিছু নম্বর হারাত। ‘প্র্যাকটিস থেকে ফিরে দেরি করে পড়েছি’ — এই কথাটা ওর মুখে প্রায়ই শুনতাম। ও খেলাধুলো এবং পড়াশোনা—দুটোতেই ভালো করতে চেষ্টার কসুর করত। আমরা শিক্ষকরা ওর এই সংগ্রাম বুঝতাম এবং বাড়তি গাইডেন্স দিয়ে সাহায্য করতাম।’
স্বপ্নপূরণ: সচিনের পাশে খেলা থেকে রেকর্ড ভাঙা পর্যন্ত
ছোটবেলার সেই স্বপ্নে বিভোর থাকা বিরাট কোহলি, ভবিষ্যতে শুধু যে সচিনের সঙ্গে একসঙ্গে খেলেছেন তা-ই নয়, ২০১১ বিশ্বকাপ জয়ের পর নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সেই কিংবদন্তিকে। সেই মুহূর্ত আজও ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে অমলিন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলি ইতিহাস গড়েন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১১৭ রান করে তিনি ওয়ানডেতে নিজের ৫০তম শতরান পূর্ণ করেন। এর মাধ্যমে তিনি ভেঙে দেন সচিন তেন্ডুলকরের ৪৯ শতকের রেকর্ড।
মজার ব্যাপার, সেই ঐতিহাসিক মুহূর্তে সচিন উপস্থিত ছিলেন গ্যালারিতে। শতরানের পর কোহলি মাথা নীচু করে ‘মাস্টার ব্লাস্টার’-কে সম্মান জানান। বর্তমানে বিরাট কোহলির আন্তর্জাতিক শতকের সংখ্যা ৮২। এখন দেখার বিষয়, তিনি আদৌ সচিনের ১০০ শতকের রেকর্ড ছুঁতে পারেন কি না।