ওস্তাদের মার শেষ রাতে। বাংলা প্রবাদটিকে এক্কেবারে যথার্থ প্রমাণ করল গল টাইটানস। চলতি লঙ্কা প্রিমিয়র লিগের শেষ ম্যাচটি ছিল গল ও কলম্বো স্ট্রাইকার্সের কাছে মরণ-বাঁচন লড়াই। জিতলে প্লে-অফের টিকিট হাতে আসত, হারলে বিদায় নিশ্চিত।
এমন ডু-অর-ডাই ম্যাচে চমকে দেওয়া পারফর্ম্যান্স উপহার দেয় গল টাইটানস। তারা কলম্বো স্ট্রাইকার্সকে কার্যত দুমড়ে দিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করে। শুধু প্লে-অফে ওঠাই নয়, বরং বাবর আজমদের কলম্বোকে খড়কুটোর মতো উড়িয়ে গিয়ে একলাফে লিগ টেবিলের দ্বিতীয় স্থান দখল করে শাকিব আল হাসানদের গল। ফলে তারা প্রথম কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করে। ৫ দলের টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয় কলম্বোকে। অর্থাৎ, টুর্নামেন্টে বাবর আজমদের অভিযান শেষ হয়ে যায় এখানেই।
গল টাইটানস বনাম কলম্বো স্ট্রাইকার্স ম্যাচের ফলাফল:-
আর প্রেমদাসা স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কলম্বো স্ট্রাইকার্স। তারা ১৫.৪ ওভারে মাত্র ৭৪ রানে অল-আউট হয়ে যায়। বাবর আজম ৬ রান করে আউট হন। লাহিরু উদারা ১৪, নিপুন ধনঞ্জয়া ১৩, নুয়ানিদু ফার্নান্ডো ১৪, মহম্মদ নওয়াজ ১১ ও ইফতিকার আহমেদ ৫ রান করেন।
আরও পড়ুন:- বিশেষ একটি দক্ষতার জন্য পৃথ্বীকে ‘সুপারস্টার’ তকমা দিলেন নর্দাম্পটন কোচ, তুলনা করলেন সেরাদের সঙ্গে
গলের হয়ে ২০ রানে ৪ উইকেট নেন তাবরেজ শামসি। ১৪ রানে ৩ উইকেট নেন সিক্কুগে প্রসন্ন। লাহিরু কুমারা ৯ রানে ২টি উইকেট পকেটে পোরেন। ৩.৪ ওভারে মাত্র ৮ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন শাকিব আল হাসান।
জবাবে ব্যাট করতে নেমে গল টাইটানস ৮.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৭৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬৯ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নেট রান-রেট বিস্তর বাড়িয়ে নেয় গল, যার ফলে তারা ক্যান্ডিকে টপকে প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পেয়ে যায়। ৪২ রান করে অপরাজিত থাকেন লসিথ ক্রুসপুল্লে। ১৭ রান করে নট-আউট থাকেন শাকিব আল হাসান। লিটন দাস ১ রান করে আউট হন। ম্যাচের সেরা হন শামসি।
আরও পড়ুন:- Mohammed Habib Passes Away: ভারতীয় ফুটবলের নক্ষত্র পতন, প্রয়াত কিংবদন্তি মহম্মদ হাবিব
লঙ্কা প্রিমিয়র লিগের চূড়ান্ত পয়েন্ট টেবিল:-
১. ডাম্বুলা অরা: ৮ ম্যাচে ১২ পয়েন্ট (নেট রান-রেট +০.৭৯৩)।২. গল টাইটানস: ৮ ম্যাচে ৮ পয়েন্ট (নেট রান-রেট +০.৩৫৩)।৩. বি-লাভ ক্যান্ডি: ৮ ম্যাচে ৮ পয়েন্ট (নেট রান-রেট +০.১৮৫)।৪. জাফনা কিংস: ৮ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট -০.১৭৯)।৫. কলম্বো স্ট্রাইকার্স: ৮ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট -১.২১৫)।
লঙ্কা প্রিমিয়র লিগের প্লে-অফের সূচি:-
প্রথম কোয়ালিফায়ার: ডাম্বুলা বনাম গল (১৭ অগস্ট)।এলিমিনেটর: ক্যান্ডি বনাম জাফনা (১৭ অগস্ট)।দ্বিতীয় কোয়ালিফায়ার: ১৯ অগস্ট।ফাইনাল: ২০ অগস্ট।