কল্পনার জগতে ডুব দিলে অবাস্তব বিষয়গুলিকেও কত নন্দনীয় মনে হয়, বোঝা গেল আরও একবার। আইপিএল যে শুধু ব্যাট-বলের কঠিন লড়াই, এমনটা নয় মোটেও। বরং ক্রীড়াপ্রেমীদের কাছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ মনোরঞ্জনের ডালি নিয়ে হাজির হয়। ঠিক তেমনই মনোরঞ্জনের ভরপুর উপাদান উপস্থিত ছিল চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত একটি ইভেন্টে।
অনুষ্ঠানে চেন্নাই তারকাদের কাছে জানতে চাওয়া হয়, সিনেমা ও ফুটবল জগতের কিছু সুপারস্টার যদি ক্রিকেট খেলতেন, তাহলে আইপিএলের কোন দল তাঁদের জন্য যথাযথ হতো। অনুষ্ঠানে উঠে আসে অমিতাভ বচ্চন থেকে টম ক্রুজ, লিওনেল মেসি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম।
উল্লেখযোগ্য বিষয় হল, মেসির জন্য কোন দল যথাযথ হতো, সেই উত্তর জানার পরেও কোনও হেলদোল ছিল না কারও। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম উত্থাপিত হতেই অনুষ্ঠানের মহলটাই বদলে যায়। জাদেজা সিআর সেভেনকে আইপিএলের এমন দলে রাখেন, যা নিয়ে কারও দ্বিমত প্রকাশ করার অবকাশ ছিল না।
জাদেজার কাছে শুরুতেই অমিতাভ বচ্চনের জন্য যথাযথ আইপিএল দলের নাম জানতে চাওয়া হয়। জাদজা বিগ বি-কে রাখেন লখনউ সুপার জায়ান্টসে। জাড্ডু অক্ষয় কুমারকে রাখেন দিল্লি ক্যাপিটালসে। স্যাম কারান ডেভিড বেকহ্যামকে রাখেন মুম্বই ইন্ডিয়ান্সে। টম ক্রুজের জন্য কলকাতা নাইট রাইডার্স যথাযথ বলে দাবি করেন তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বরাবর সুপারস্টারদের নিয়ে দল গড়ে। হাই-প্রোফাইল ক্রিকেটারের দিকে ঝোঁক থাকে আরসিবির। সেই কারণেই যে রোনাল্ডোর জন্য আরসিবির নাম চট করে জাদেজার মুখে চলে আসে, সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।
আরও পড়ুন:- যশস্বী-কোহলি-সুদর্শনকে টপকে IPL 2025-এর কমলা টুপি সূর্যকুমারের
হৃত সম্মান পুনরুদ্ধার করতে পারবে চেন্নাই?
উল্লেখ্য, চেন্নাই সুপার কিংস এবছর প্রথম দল হিসেবে আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া নিশ্চিত করে। তারা নিজেদের প্রথম ১০ ম্যাচের মধ্যে জয়ের মুখ দেখেছে মোটে ২টি ম্যাচে। ৮ ম্যাচে পরাজিত হয়েছে সিএসকে। মাত্র ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে অবস্থান করছেন মহেন্দ্র সিং ধোনিরা। সুতরাং, আইপিএল ২০২৫ অভিযান নিতান্ত হতাশাজনক কাটছে চেন্নাই সুপার কিংসের। এখন দেখার যে, শেষ চারটি লিগ ম্যাচে জয় তুলে হৃত সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধার করতে পারে কিনা চেন্নাই।