গত ওয়ান ডে বিশ্বকাপের সময় আফগানিস্তান দলের সঙ্গে ভারতে এসে এমন এক কাজ করেন রহমানউল্লাহ গুরবাজ, যা মন জিতে নেয় ক্রিকেটপ্রেমীদের। দিওয়ালির আগের রাতে চুপিসাড়ে আমদাবাদের ঘুমন্ত ফুটপাতবাসীদের বিছানায় পাশে টাকা রেখে যেতে দেখা যায় আফগান তারকাকে। এবার আইপিএল খেলতে ফের ভারতে এসেছেন রহমানউল্লাহ। কেকেআরের হয়ে চলতি আইপিএলে এখনও মাঠে নামার সুযোগ হয়নি তাঁর, তবে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই চর্চায় রহমানউল্লাহ।
আইপিএলের প্রস্তুতির ফাঁকে ইডেন গার্ডেন্সে কিশোর অনুরাগীকে গুরবাজের ব্যাটিং গ্লাভস উপহার দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয় মুহূর্তে। এবার রাতের বেলায় মানিব্যাগ ছাড়াই অটো রিক্সায় চেপে রাস্তায় ঘুরে বেড়ানো ও অটো চালকের সঙ্গে তাঁর মস্করার ভিডিয়ো ফের ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় কেকেআরের পোস্ট করা এক ভিডিয়োয় দেখা যায়, কীভাবে গুরবাজ অটো চালকের সঙ্গে মজা করেন। অটোর পিছনের সিটে বসেছিলেন গুরবাজ ও তাঁর এক সঙ্গী। রহমানউল্লাহর সেই সঙ্গীই পিছনের সিট থেকে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। রহমানউল্লাহ অটো থেকে নেমে চালকের সঙ্গে ভাড়া নিয়ে দরকষাকষি শুরু করেন।
আফগান তারকা চালককে জিজ্ঞাসা করেন কত ভাড়া হয়েছে। চালক ৩০০ টাকা ভাড়া চান। গুরবাজকে বলতে শোনা যায় যে, ভাড়াটা একটু বেশি চাওয়া হচ্ছে কিনা। তার পরেই ঘটনা মোড় নেয় অন্য দিকে। গুরবাজ পকেট হাতড়ে চালককে জানান যে, তাঁর কাছে কোনও পয়সা নেই। তিনি মানিব্যাগ ভুলে রেখে এসেছেন হোটেলে। তাই কীভাবে হোটেলে ফিরবেন সেটাও বুঝতে পারছেন না।
এতক্ষণ পর্যন্ত রহমানউল্লাহ মুখ ঢেকে রেখেছিলেন মাস্কে। তাঁক মাথায় ছিল টুপি। তিনি কথার ফাঁকেই মাস্ক ও টুপি খুলতে চালক তাঁকে চিনে ফেলেন। তবু সংশয় দূর করার জন্য অটো চালক তারকা ক্রিকেটারকে জিজ্ঞাসা করেন যে, তিনি গুরবাজ নন তো?
ধরা পড়ে গিয়ে রহমানউল্লাহ পালটা জিজ্ঞাসা করেন যে, কীভাবে তাঁকে চিনতে পারলেন। চালক জবাব দেন এই বলে যে, টিভিতে তিনি খেলা দেখেন তাঁর। এমনকি হোটেলে ফেরার জন্য নিজের কাছে থাকা ত্রিশ টাকা তিনি গুরবাজকে দেন। অটোচালকের এমন মানবিক আচরণের জন্য গুরবাজ তাঁকে কৃতজ্ঞতা জানান এবং শেষে আলিঙ্গনও করেন। স্বাভাবিকভাবেই আইপিএল খেলতে আসা আফগান তারকার এমন ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।