আক্ষরিক অর্থেই ব্যাট হাতে একা লড়াই চালালেন কায়রন পোলার্ড। তবে দলকে জয় এনে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না ক্যারিবিয়ান তারকার প্রয়াস। সুনীল নারিনের কৃপণ বোলিংয়ের সুবাদে এমআই এমিরেটসের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় আবু ধাবি নাইট রাইডার্স।
জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আইএল টি-২০'র ১৭তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে নাইট রাইডার্স ও এমআই। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নাইট রাইডার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮২ রানের চ্যালেঞ্জিং ইনিংস গড়ে তোলে।
নাইট রাইডার্সের হয়ে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন আলিশান শরাফু। আমিরশাহির তরুণ ব্যাটার ৩৮ বলে ৫৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। ১৮ বলে ২৭ রান করেন আন্দ্রিজ গাউস। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ২৮ বলে ৩২ রান করেন চরিথ আসালঙ্কা। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- India's Likely XI: আজও কি শামিকে রিজার্ভ বেঞ্চে রাখবে ভারত? দেখুন দ্বিতীয় টি-২০ ম্যাচের সম্ভাব্য একাদশ
১৩ বলে ২০ রান করে অবসৃত হন রোস্টন চেস। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭ বলে ২২ রান করে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। কাইল মায়ের্স ১১, আন্দ্রে রাসেল ৬ ও সুনীল নারিন অপরাজিত ১ রানের যোগদান রাখেন।
এমআইয়ের হয়ে ৪ ওভারে ৩২ রান খরচ করে ৩টি উইকেট নেন আলজারি জোসেফ। ৪ ওভারে ২৭ রান খরচ করে ১টি উইকেট নেন ফজলহক ফারুকি। এছাড়া ১টি করে উইকেট সংগ্রহ করেন জাহুর খান ও ওয়াকার সালেমখেইল।
আরও পড়ুন:- IND vs ENG 2nd T20I Live Streaming: আজ জিতলেই সিরিজ জয়ের দোরগোড়ায় সূর্যরা, ফ্রিতে কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ড ২য় টি-২০?
পালটা ব্যাট করতে নেমে এমআই এমিরেটস ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪০ রানে আটকে যায়। ৪২ রানে ম্যাচ জিতে লিগ টেবিলের তিন নম্বরে উঠে আসে নাইট রাইডার্স। দল হারায় ব্যর্থ হয় কায়রন পোলার্ডের হাফ-সেঞ্চুরি। পোলার্ড ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৪৯ বলে ৬৯ রানের দাপুটে ইনিংস খেলে অপরাজিত থাকেন। পোলার্ড সাকুল্যে ৪টি চার ও ৪টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- Arshdeep Singh On Brink Of History: চিপকে ৩টি উইকেট নিলেই হ্যারিস রউফের বিরাট রেকর্ড ভেঙে ইতিহাস গড়বেন আর্শদীপ সিং
নাইট রাইডার্সের হয়ে ৩ ওভারে ২৫ রান খরচ করে ৩টি উইকেট নেন কাইল মায়ের্স। ৪ ওভারে ২৮ রান খরচ করে ২টি উইকেট নেন জেসন হোল্ডার। ডেভিড উইলি ৪ ওভারে ১৯ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। সুনীল নারিন উইকেট না পেলেও ৪ ওভারে মোটে ১৪ রান খরচ করেন।