বিদর্ভের তারকা ব্যাটসম্যান করুণ নায়ার ২০২৪-২৫ রঞ্জি ট্রফির ফাইনালে একেবারে কাব্যিক ছন্দে রয়েছেন। প্রথম ইনিংসে তিনি ৮৬ করে আউট হয়ে গিয়েছিলেন, ১৪ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল নায়ারের। কিন্তু দলের দ্বিতীয় ইনিংসে তিনি দুরন্ত সেঞ্চুরি হাঁকান। শনিবার নাগপুরের জামথার ভিসিএ স্টেডিয়ামে কেরলের বিরুদ্ধে নায়ার তাঁর প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২৩তম সেঞ্চুরি করেন।
বিদর্ভ প্রথম ইনিংসে ৩৭ রানের লিড পেয়েছিল। আর এই লিড ধরে রেখে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে সাত রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা। শনিবার অর্থাৎ রঞ্জির চতুর্থ দিনের সকালে পার্থ রেখাদে (৫ বলে ১) এবং ধ্রুব শোরে (৬ বলে ৫) দ্রুত সাজঘরে ফিরে গেলে, চারে নামেন করুণ নায়ার। তিনি পাশে পান দানিশ মালেওয়ারকে। দানিশ মালেওয়ারের সঙ্গে নায়ার একটু শক্তিশালী পার্টনারশিপ গড়েন। জুটিতে দুই তারকা ১৮২ রান করেন। ১৮৪ বলে শতরান পূর্ণ করেন নায়ার। এবং কেরলের উপর চাপ বাড়ান তিনি। মালেওয়ার অবশ্য ৭৩ রান করেই সাজঘরে ফিরে যান। শতরান পূর্ণ করার সুযোগ পাননি তিনি।
আরও পড়ুন: চেনা ছন্দে নেটে অনুশীলন শুরু, কবে ২২ গজে ফিরতে চলেছেন বুমরাহ? মিলল ইঙ্গিত
নায়ারের এই সেঞ্চুরিটি রঞ্জির ট্রফির ম্যাচে তাঁর চতুর্থ শতরান। ২০১৩-১৪ সালে কর্ণাটকের হয়ে টুর্নামেন্টে তাঁর অভিষেক মরশুমে তিনি রঞ্জিতে প্রথম শতরান করেছিলেন। পাশাপাশি এটি রঞ্জি ট্রফির ফাইনালে নায়ারের দ্বিতীয় শতরান। ফাইনালে কেরলের বিরুদ্ধে আগের ইনিংসে নায়ার তাঁর প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৫২তম ইনিংসে ৮,০০০ রানের মাইলস্টোন পার করেছিলেন। ডানহাতি এই ব্যাটসম্যান রঞ্জি ট্রফির এক মরশুমে প্রথম বারের মতো ৮০০-এর বেশি রান করেছেন।
৩৩ বছর বয়সী নায়ার গত মাসে বিজয় হাজারে ট্রফিতে একেবারে বিধ্বংসী মেজাজে ছিলেন। টুর্নামেন্টের সাত ইনিংসে ৭৫২ রান করেছিলেন। সেই সঙ্গে তিনি পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বেও রানের মধ্যেই রয়েছেন তিনি। নায়ার হায়দরাবাদের বিরুদ্ধে বিদর্ভের শেষ লিগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন এবং তামিলনাড়ুর বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়ের জন্য নায়ারের প্রথম শ্রেণির ক্রিকেটে ২২তম সেঞ্চুরির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
নায়ার ২০১৩-১৪ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথম বার ফাইনাল খেলেন। সেই মরশুমে মহারাষ্ট্রকে হারিয়ে কর্ণাটক শিরোপা জিতেছিল। পরের মরশুমে, নায়ার রঞ্জির ফাইনালে ম্যাচের সেরা খেলোয়াড় হন। সেই ম্যাচে তিনি একাই ৩২৮ রানের পাহাড় প্রমাণ স্কোর করেছিলেন। এটিই রঞ্জি ট্রফির ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আর নায়ারের হাত ধরেই তামিলনাড়ুর বিরুদ্ধে কর্ণাটক তাদের শিরোপা ধরে রেখেছিল।
আরও পড়ুন: আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচেও মাঠে ঢুকে পড়লেন দর্শক, পাকিস্তানের নিরাপত্তা প্রশ্নের মুখে, চাপে PCB
করুণ নায়ারের ক্যারিয়ারের ৩,৭০০ রান কর্ণাটকের হয়ে এসেছে, ২০১৬-১৭-এর মধ্যে ভারতের হয়ে তাঁর সংক্ষিপ্ত টেস্ট ক্যারিয়ারে তিনি বীরেন্দ্র সেহওয়াগের পরে দেশের দ্বিতীয় ট্রিপল-সেঞ্চুরিয়ান হয়েছিলেন। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তিনি অপরাজিত ৩০৩ রান করেছিলেন।
রঞ্জি ট্রফির ফাইনালে করুণ নায়ারের পারফরম্যান্স:
২০১৩-১৪: ৪৪, অপরাজিত ২০
২০১৪-১৫: ৩২৮ (রঞ্জি ফাইনালে কোনও ব্যাটসম্যানের করা সর্বোচ্চ স্কোর)
২০২৩-২৪: ০, ৭৪
২০২৪-২৫: ৮৬, ১০০ (ব্যাটিং করছেন)