রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টপ-অর্ডার ভেঙে পড়ে। তবে ব্যাট হাতে দৃঢ়তা দেখান শ্রেয়স আইয়ার। তিনি চার নম্বরে ব্যাট করতে নেমে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন। যে রকম খেলছিলেন, তাতে শতরান বাঁধা দেখাচ্ছিল শ্রেয়সের। তবে মুহূর্তের ভুলে হিসাবে গোলমাল হয়ে যায় আইয়ারের।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তবে মাত্র ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন। শুভমন গিল ৭ বলে ২ রান করে মাঠ ছাড়েন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১১ রান করে ক্রিজ ছাড়েন বিরাট কোহলি।
শ্রেয়স চার নম্বরে ব্যাট করতে নেমে অক্ষর প্যাটেলের সঙ্গে জুটি বাঁধেন এবং দলকে প্রাথমিক বিপর্যয় থেকে টেনে তোলেন। শ্রেয়স ৪টি বাউন্ডারির সাহায্যে ৭৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ৪টি চার ২টি ছক্কার সাহায্যে ৯৮ বলে ৭৯ রান করে ক্রিজ ছাড়েন আইয়ার।
উল্লেখযোগ্য বিষয় হল, শ্রেয়স যে ব্যাট নিয়ে এদিন হাফ-সেঞ্চুরি করেন, তার স্টিকারের কোনায় লেখা ছিল হিটম্যান। স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়ে যায় যে, তবে কি রোহিতের ব্যাট নিয়ে মাঠে নামেন শ্রেয়স? উল্লেখ্য রোহিত এবং শ্রেয়স উইয়েই সিয়েটের স্টিকার লাগানো ব্যাট নিয়ে খেলতে নামেন। তাই একনজরে দু'জনের ব্যাটে তফাৎ খুঁজে পাওয়া মুশকিল।
আরও পড়ুন:- চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ৩০০তম ওয়ান ডে খেলেন ৫ ভারতীয়, কোহলির আগের ৪ জন কারা?
তবে কি রোহিতের ব্যাটে হাফ-সেঞ্চুরি করেন শ্রেয়স?
তবে শ্রেয়স যে রোহিতের ব্যাট নিয়ে খেলতে নামেননি, সেটা বোঝা যায় পরে। শ্রেয়স আসলে সিয়েটের রোহিত শর্মা এডিশন বা হিটম্যান এডিশনের ব্যাট নিয়ে খেলতে নামেন। সিয়েটের ওয়েবসাইটে এই ব্যাট পাওয়া যাচ্ছে। যে কেউ কিনতে পারেন রোহিত শর্মা এডিশনের এই ব্যাট, যাতে হিটম্যান লেখা স্টিকার রয়েছে। ইংলিশ উইলোর এই ব্যাটের দাম ৬২২০০ টাকা। কাশ্মীরী উইলোয় এই ব্যাটের দাম পড়বে একটু কম।
ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফল
দুবাইয়ে ভারত শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৯ রান সংগ্রহ করে। শ্রেয়স আইয়ারের হাফ-সেঞ্চুরি ছাড়া ৪৫ বলে ৪৫ রান করেন হার্দিক পান্ডিয়া। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। লোকেশ রাহুল ২৩ রানের যোগদান রাখেন। নিউজিল্যান্ডের হয়ে ৪২ রানে ৫ উইকেট নেন ম্যাট হেনরি।
পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৫.৩ ওভারে ২০৫ রানে অল-আউট হয়ে যায়। ভারতীয় দল ৪৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। ১২০ বলে ৮১ রান করেন কেন উইলিয়ামসন। তিনি ৭টি চার মারেন। টিম ইন্ডিয়ার হয়ে বরুণ চক্রবর্তী ৪২ রান খরচ করে ৫টি উইকেট পকেটে পোরেন। ম্যাচের সেরা হন বরুণ।