ভারতীয় ক্রিকেটের অভ্যন্তরীণ মহলে আলোড়ন ফেলে দিয়েছে রোহিত শর্মার অবসরের খবর। বুধবার সন্ধ্যায় হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন হিটম্যান। কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানান তিনি। কিন্তু অবসর ঘোষণার সময় নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। বিশেষ করে এই ঘটনা ঘটার ঠিক ২৪ ঘণ্টা আগেই বিসিসিআই সদর দপ্তরে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে সচিন তেন্ডুলকর ও সুনীল গাভাসকরের নামে কক্ষের নামকরণ করা হয়, যেখানে ভারতীয় ক্রিকেটের অনেক কিংবদন্তি উপস্থিত ছিলেন। Cricbuzz-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রোহিত শর্মাও ওই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন কারণ তিনি তখন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ খেলছিলেন। কিন্তু কেউই, এমনকি বিসিসিআই কর্তা ও মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থরাও, আন্দাজ করতে পারেননি যে রোহিত শর্মা হঠাৎ করে টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবেন।
প্রতিবেদন অনুযায়ী, অবসর ঘোষণার আগে রোহিত শর্মা বিসিসিআইয়ের শীর্ষকর্তাদের একটি ইমেল পাঠান, এরপরই তিনি সোশ্যাল মিডিয়াতে তাঁর সিদ্ধান্তের কথা প্রকাশ করেন, যা ভক্তদের চমকে দিয়েছিল।
অবসর ঘোষণার সময় Cricket Club of India-তে প্রধান নির্বাচক অজিত আগারকরকে ফোনে কথা বলতে দেখা যায়। তিনি রোহিতের সঙ্গে শেষ মুহূর্তে যোগাযোগ করছিলেন কি না, তা অজানা, তবে প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচকরা এই সিদ্ধান্তের আগাম কোনও ইঙ্গিত পাননি।
আরও পড়ুন … ও আগেই জেনে গিয়েছিল ওকে সরতে হবে… টেস্টে রোহিতের অবসর নিয়ে সেহওয়াগের বড় মন্তব্য
ইংল্যান্ড সিরিজের আগে এই অবসর
এই নাটকীয় পদক্ষেপ এমন এক সময় এলো, যখন জুন-জুলাইয়ে ইংল্যান্ডে একটি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অপেক্ষা করছে। শোনা যাচ্ছিল নির্বাচকরা রোহিতকে অধিনায়ক হিসেবে ধরে রাখার পক্ষপাতী ছিলেন না, যদিও সরকারি ভাবে কিছুই জানানো হয়নি।
জানা গিয়েছে মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে ইংল্যান্ড সফর নিয়ে আলোচনা হয়েছিল, তবে অধিনায়কত্ব বিষয়টি এজেন্ডায় ছিল কি না, তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছিল আইপিএল প্লে-অফের সময়ের কাছাকাছি চূড়ান্ত টেস্ট স্কোয়াড ও অধিনায়কের নাম জানানো হবে।
আরও পড়ুন … সকলেই চায় একজন তরুণ অধিনায়ক… ভারতীয় দলের নেতৃত্ব নিয়ে কী বলেছিলেন রোহিত শর্মা?
রোহিতের আইপিএল মরশুমটা মিশ্র ফল দিয়েছে। কিছু দারুণ ইনিংস খেললেও, ১১ ম্যাচে ৩০ গড়ে ৩০০ রান করেছেন। যা একাধিপত্যের চিহ্ন নয়। আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, আইপিএলে নিজের পারফরম্যান্সের ভিত্তিতে রোহিত তাঁর টেস্ট ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন—এখন মনে হচ্ছে, সেই ধারণা নির্ভুল ছিল।
আরও পড়ুন … ও ভবিষ্যতে দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে…. রোহিতের পরবর্তী নেতাকে খুঁজে নিয়েছে BCCI!
রোহিত শর্মার ঘনিষ্ঠ বলে পরিচিত কিছু সাপোর্ট স্টাফ, বিশেষ করে ব্যাটিং কোচ অভিষেক নায়ার, সম্প্রতি বাদ পড়েছেন। এর কিছু পরেই রোহিত ইনস্টাগ্রামে নায়ারের প্রশংসা করেন। এটিও তাঁর টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে কি না, তা এখনও জল্পনার বিষয়। রোহিত জানিয়েছেন তিনি ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন এবং ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চান।