আইপিএল ২০২৫ মেগা নিলামে, পাঁচবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস অনেক তরুণ খেলোয়াড়কে কিনেছিল এবং দলে বহু অভিজ্ঞ খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেছিল। এই তালিকার মধ্যে রয়েছেন তরুণ ভারতীয় ফাস্ট বোলার কমলেশ নাগারকোটিও। তাঁকে চেন্নাই সুপার কিংস ৩০ লক্ষ টাকায় কিনেছিল। কিংবদন্তি ভারতীয় অধিনায়ক এমএস ধোনির সঙ্গে খেলার স্বপ্ন পূরণে উচ্ছ্বসিত নাগারকোটি। সম্প্রতি নগরকোটি প্রকাশ করেছেন যে এমএস ধোনির সাথে খেলা তার সবসময়ই স্বপ্ন ছিল।
নাগারকোটি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ‘আমি অনেক দিন ধরে এটির জন্য অপেক্ষা করছিলাম। আমি কৃতজ্ঞ যে আমি আবার সুযোগ পেয়েছি। আমি আবার যেখানে থাকতে চেয়েছিলাম সেখানেই আছি। আমি সিএসকে-তে যোগ দিতে আগ্রহী এবং এটি এমএস ধোনি স্যারের কারণে। এমন কিংবদন্তির সঙ্গে খেলা বা তাঁর নেতৃত্বে খেলা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন।’
২৪ বছর বয়সি নাগারকোটি আরও বলেন, ‘আমি কখনই ভাবিনি যে আমি তার (এমএস ধোনি) সঙ্গে খেলতে পারব। আমি আমার ফিটনেস নিয়ে অনেক কাজ করেছি এবং এখন আমি চোট থেকে সেরে উঠেছি। ইনজুরি আমাকে বছরের পর বছর ধরে বিরক্ত করেছিল এবং আমাকে খেলাধুলা থেকে দূরে রেখেছিল। কখনও কখনও, আপনি হতাশ হন কিমবা বিচলিত হন, কিন্তু আমি নিজেকে বলতে থাকি যে আমি ফিরে আসব।’
আরও পড়ুন… Henry Olonga: ক্রিকেট নয় ক্যানভাসে তুলির টান দিয়ে জীবন চালাচ্ছেন সচিনের ‘বাইশ গজের শত্রু’
নাগারকোটির লক্ষ্য ষষ্ঠবারের মতো চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করা
কমলেশ নাগারকোটি বলেন, ‘আমি এখন খুশি। সিএসকে পাঁচবারের চ্যাম্পিয়ন। আমার পরবর্তী লক্ষ্য এইবার শিরোপা জয়ী CSK দলের অংশ হয়ে খেলা এবং তাদের রেকর্ড ষষ্ঠ শিরোপা জিততে সাহায্য করা। ধোনি স্যারের সঙ্গে দেখা করে আমি সত্যিই উত্তেজিত। আমি এবার সিএসকে-র সঙ্গে একটি সফল ও জয়ী মরশুমের অপেক্ষায় রয়েছি।’
আরও পড়ুন… গাব্বাতে কি সুযোগ পাবেন হর্ষিত? বাবার থেকে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করার চ্যালেঞ্জ পেলেন রানা
কমলেশ নাগারকোটি আইপিএল কেরিয়ার
কমলেশ নাগারকোটি ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে তার শক্তিশালী পারফরম্যান্সের পরে লাইমলাইটে এসেছিলেন। তবে ইনজুরির কারণে তার কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ২০১৯ সালে কেকেআর-এর সঙ্গে নাগারকোটি তার আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন। কেকেআর তাঁকে ৩.২০ কোটি টাকায় কিনেছিল। তবে ইনজুরির কারণে পুরো মরশুমেই বাইরে ছিলেন তিনি। এর পরে, তিনি ২০২০ সালে ফিরে আসেন এবং ১০ ম্যাচে মাত্র ৫ উইকেট নিয়েছিলেন।