সোমবার বিশাখাপত্তনমে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কার্যত হারতে হারতে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। লখনউয়ের দু'শোর বেশি রানের ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ম্যাচের একেবারে শেষ ওভারে জয় নিশ্চিত করে। মাত্র ১ উইকেট বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ক্যাপিটালস।
ভাইজ্যাগের এমন রুদ্ধশ্বাস জয়ের সুবাদে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট তালিকার সেরা চারে উঠে আসে। উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএলের প্লে-অফে জায়গা করে নিতে হলে প্রথম চারে থাকা আবশ্যক। কেননা পয়েন্ট তালিকার প্রথম চারটি দল শেষমেশ প্লে-অফের টিকিট হাতে পায়। এক ও দুই নম্বর দল প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পায়। তিন ও চার নম্বর দলকে মাঠে নামতে হয় এলিমিনেটরের লড়াইয়ে। আপাতত লিগের চতুর্থ ম্যাচের শেষে দেখে নেওয়া যাক চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের পয়েন্ট তালিকা।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট তালিকা
১. সানরাইজার্স হায়দরাবাদ: ১ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট +২.২০০)।
২. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট +২.১৩৭)।
৩. চেন্নাই সুপার কিংস: ১ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট +০.৪৯৩)।
৪. দিল্লি ক্যাপিটালস: ১ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট +০.৩৭১)।
৫. লখনউ সুপার জায়ান্টস: ১ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -০.৩৭১)।
৬. মুম্বই ইন্ডিয়ান্স: ১ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -০.৪৯৩)।
৭. কলকাতা নাইট রাইডার্স: ১ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -২.১৩৭)।
৮. রাজস্থান রয়্যালস: ১ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -২.২০০)।
৯. গুজরাট টাইটানস: এখনও কোনও ম্যাচ খেলেনি।
১০. পঞ্জাব কিংস: এখনও কোনও ম্যাচ খেলেনি।
দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্ট ম্যাচের ফলাফল
বিশাখাপত্তনমে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে লখনউ সুপার জায়ান্টস। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২০৯ রান তোলে। ৩৬ বলে ৭২ রান করেন মিচেল মার্শ। তিনি ৬টি চার ও ৬টি ছক্কা মারেন। ৩০ বলে ৭৫ রান করেন নিকোলাস পুরান। তিনি ৬টি চার ও ৭টি ছক্কা মারেন। দিল্লির মিচেল স্টার্ক ৪২ রানে ৩ উইকেট নেন। ২০ রানে ২টি উইকেট নেন কুলদীপ যাদব।
পালটা ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১৯.৩ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২১১ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩ বল বাকি থাকতে ১ উইকেটে ম্যাচ জেতে ক্যাপিটালস। ৩১ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন আশুতোষ শর্মা। তিনি ৫টি চার ও ৫টি ছক্কা মারেন। লখনউয়ের হয়ে ২টি করে উইকেট নেন শার্দুল ঠাকুর, এম সিদ্ধার্থ, দিগ্বেশ রাঠি ও রবি বিষ্ণোই। ম্যাচের সেরা হন আশুতোষ।