গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ চলাকালীন সম্প্রচারে একটি বিভ্রান্তিকর ঘটনা ঘটে। যা দেখার পরে সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় উঠেছে। গুজরাটের ইনিংসের ১৫তম ওভারের চতুর্থ বলের সময় ওয়াশিংটন সুন্দরকে অফ-স্টাম্পের বাইরে শর্ট বল করেন জয়দেব উনাদকাট।
IPL 2025 GT vs SRH Broadcaster Big Mistake: গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ সম্প্রচারে বিভ্রান্তি। এ যেন উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ চলাকালীন সম্প্রচারে একটি বিভ্রান্তিকর ঘটনা ঘটে। যা দেখার পরে সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় উঠেছে। গুজরাটের ইনিংসের ১৫তম ওভারের চতুর্থ বলের সময় ওয়াশিংটন সুন্দরকে অফ-স্টাম্পের বাইরে শর্ট বল করেন জয়দেব উনাদকাট।
এরপরে আম্পায়ার ওয়াইড বল ঘোষণা করেন। সানরাইজার্স হায়দরাবাদ রিভিউ নেয় সেই সিদ্ধান্তের বিরুদ্ধে। কিন্তু ডিআরএস নেওয়ার পর সম্প্রচারকারী সংস্থা ভুল করে সুন্দর একদম ভিন্ন একটি বলের রিপ্লে দেখায়। যেখানে তিনি সামনের পায়ে ডিফেন্স করেছিলেন। এই বিভ্রান্তি দেখে নেটদুনিয়ায় হাসির রোল পড়ে যায়। এই ম্যাচে গুজরাট টাইটানস ব্যাট হাতে যেমন প্রভাব বিস্তার করেছে, তেমনই সম্প্রচার বিভ্রাটও ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এরপরেই সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় উঠেছে।
গুজরাট টাইটান্স (GT)-এর বিরুদ্ধে পরাজয়ের পর, সানরাইজার্স হায়দরাবাদ (SRH)-এর অধিনায়ক প্যাট কামিন্স খোলাখুলি স্বীকার করে নিয়েছেন যে দলের এই হারের জন্য তিনিই দায়ী। শুক্রবার আমেদাবাদে চলতি আইপিএল ২০২৫-এর ৫১তম ম্যাচে GT স্কোর বোর্ডে একটি বিশাল রান তোলে এবং পরে দুর্দান্ত বোলিং করে SRH-কে হারিয়ে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করে।
এই ম্যাচে শুভমন গিল, সাই সুদর্শন ও জোস বাটলার একে অপরের সঙ্গে স্ট্রাইক রোটেট করতে এবং প্রতিটি বল কাজে লাগাতে সচেষ্ট ছিলেন। এর ফলে GT মাত্র ২২টি ডট বল খেলেছে, যা আইপিএলের ইতিহাসে যা অন্যতম কম।
এই ম্যাচে গুজরাট নিজেদের ঘরের মাঠে ২০০-র বেশি রান ডিফেন্ড করার অপরাজেয় রেকর্ড ধরে রাখে। শুরুতেই সুদর্শনের (৪৮) আগ্রাসী ইনিংস, গিলের ৭৬ রানের দুরন্ত ব্যাটিং ও বাটলারের দুর্দান্ত ৬৪(৩৭) রানে গড়ে ওঠে শক্ত ভিত। SRH ২২৫ রানের লক্ষ্যে নেমে একপ্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়। গুজরাট বোলিং আক্রমণে ধারাবাহিক উইকেট তুলে নিয়ে হায়দরাবাদকে ব্যাকফুটে ঠেলে দেয়।