বাংলা নিউজ > ক্রিকেট > চোটের কারণে IPL 2025 থেকে ছিটকে গেলেন তরুণ কিপার, পরিবর্তে ভারতের দ্রুততম T20 সেঞ্চুরিয়ানকে দলে নিল CSK
পরবর্তী খবর
চোটের কারণে IPL 2025 থেকে ছিটকে গেলেন তরুণ কিপার, পরিবর্তে ভারতের দ্রুততম T20 সেঞ্চুরিয়ানকে দলে নিল CSK
2 মিনিটে পড়ুন Updated: 05 May 2025, 06:03 PM ISTTania Roy
আইপিএল ২০২৫-এর প্লে-অফ থেকে সবার আগে ছিটকে গিয়েছে সিএসকে। ১১ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে তারা। তাদের আর ৩টি ম্যাচ বাকি। এর মাঝে সিএসকে-র তরুণ খেলোয়াড় চোটের কারণে বাকি মরশুম থেকে ছিটকে গিয়েছেন। তবে দেরী না করে, সিএসকে এই খেলোয়াড়ের বদলি হিসেবে দলে নিয়েছে ভারতের দ্রুততম টি২০ সেঞ্চুরিয়ানকে।
Ad
চোটের কারণে IPL 2025 থেকে ছিটকে গেলেন তরুণ কিপার, পরিবর্তে ভারতের দ্রুততম T20 সেঞ্চুরিয়ানকে দলে নিল CSK।
আইপিএল ২০২৫ মরশুমে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স রীতিমতো হতাশাজনক। আইপিএলের ইতিহাসে এই প্রথম বার তারা এতটা খারাপ ফল করেছে। ১১ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে সিএসকে। সেই সঙ্গে তারা আইপিএল পয়েন্ট টেবলের লাস্টবয় হয়ে রয়েছে। তাদের আর মাত্র ৩টি ম্যাচ বাকি। এর মাঝেই, চেন্নাই সুপার কিংসের একজন তরুণ খেলোয়াড় চোটের কারণে বাকি মরশুম থেকে ছিটকে গিয়েছেন। তবে দেরী না করে, চেন্নাই সুপার কিংসও এই খেলোয়াড়ের বদলি ঘোষণা করে দিয়েছে। পরিবর্ত হিসেবে সিএসকে তাদের দলে এমন একজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে, যিনি ২৮ বলে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছিলেন।
উইকেটরক্ষক ব্যাটসম্যান বংশ বেদী আনুষ্ঠানিক ভাবে চোটের জন্য বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। সোমবার সিএসকে ফ্র্যাঞ্চাইজি এই খবর নিশ্চিত করেছে। ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছিলেন বংশ বেদী। তিনি সিএসকে-র অন্যতম সম্ভাব্য খেলোয়াড় ছিলেন। তবে টুর্নামেন্টের শুরুতে চোট পেয়েছিলেন এবং সময় মতো সেরে উঠতে পারেননি বংশ। বাঁ-গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে বংশ বেদীর। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলার জন্য তাকে ১২ জনের দলে রাখা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে চোটের কারণে ছিটকে যান তিনি। বদলে দীপক হুডা খেলেছিলেন। আইপিএল ২০২৫ সালের মেগা নিলামে বেদীকে ৫৫ লক্ষ টাকায় দলে নেওয়া হয়েছিল। যাইহোক শেষমেশ এই মরশুমে একটিও ম্যাচ না খেলে, চোটের জন্য টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন বংশ।
চেন্নাই সুপার কিংসের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান বংশ বেদী চোটের কারণে আইপিএল ২০২৫ থেকে ছিটকে গেলে, তাঁর জায়গায় চেন্নাই সুপার কিংস উরভিল প্যাটেলকে নিয়েছে, যিনি গুজরাটের হয়ে খেলেন। উরভিল ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ২০২৪-২৫ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
উরভিল প্যাটেল হলেন সেই খেলোয়াড় যিনি ২০২৪-২৫ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ইন্দোরে ত্রিপুরার বিপক্ষে ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন এবং টি-টোয়েন্টিতে দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার নজির গড়েছিলেন। তবে ২০২৫ সালের আইপিএলের মেগা নিলামে উরভিল প্যাটেল অবিক্রিতই থেকে গিয়েছিলেন। তিনি ভারতের হয়ে লিস্ট ‘এ’-তে দ্রুততম সেঞ্চুরিরও মালিক। ২০২৩ সালে বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। উরভিল প্যাটেল এখনও পর্যন্ত ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচে ২৬ গড়ে ১১৬২ রান করেছেন, যার মধ্যে ৪টি অর্ধশতরা এবং ২টি সেঞ্চুরি রয়েছে। তিনি ১৭০.৩৮ স্ট্রাইক রেটে এই রান করেছেন। ২৬ বছর বয়সী উরভিলকে ৩০ লক্ষ টাকার বেসপ্রাইসে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।