নতুন অধিনায়ক ঋষভ পন্তের হাত ধরে ২০২৫ আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের শুরুটা একেবারেই ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের কাছে এক উইকেটে হারতে হয় লখনউকে। একটা সময়ে দিল্লি ক্যাপিটালসের ৬৫ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। হারের ভ্রুকুটি দেখছিল দিল্লি। কিন্তু সেখান থেকে তারা ম্যাচ বের করে নেয়।
জয়ের খুব কাছাকাছি পৌঁছানোর পরেও পন্ত এমন ভুল করে বসেন, যার খেসারত ম্যাচ হেরে দিতে হয়। ম্যাচের শেষ ওভারে মোহিত শর্মাকে স্টাম্পড আউট করার সহজ সুযোগ পন্ত হাতছাড়া না করলে, তাঁর দল জিতেই মাঠ ছাড়তে পারত। তবে লখনউয়ের হারের জন্য তাদের অনভিজ্ঞ বোলিং লাইনআপও কিছুটা দায়ী। হারের হতাশার মাঝেই অবশ্য সুখবর এসেছে লখনউয়ের জন্য। খুব শীঘ্রই দলে যোগ দিতে চলেছেন এলএসজি-র বিশ্বস্ত বোলার আবেশ খান।
আরও পড়ুন: ভাগ্য সহায় ছিল না… মোহিতকে স্টাম্প আউট করার সুবর্ণ সুযোগ মিস করে দলকে ডোবানোর পর, অজুহাত পন্তের
বিসিসিআই-এর সবুজ সঙ্কেত পেয়েছেন আবেশ
চোটের কারণে লখনউ দলের সঙ্গে যোগ দিতে পারেননি আবেশ। তবে এখন জানা গিয়েছে যে, বিসিসিআই তাঁকে খেলার ছাড়পত্র দিয়েছে। এখন তিনি আইপিএলে খেলতে পারবেন। ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, বিসিসিআই-এর মেডিকেল কর্মীরা তাঁকে ছাড়পত্র দিয়েছেন। তিনি হাঁটুর সমস্যায় ভুগছিলেন। তবে এখন আবেশ অনেকাটাই ফিট হয়ে উঠেছেন। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির পর আর কোনও ম্যাচ খেলতে পারেননি আবেশ খান। গত বছর নভেম্বরে যখন দক্ষিণ আফ্রিকা দল ভারত সফরে এসেছিল, আবেশ তখন টিম ইন্ডিয়ার হয়ে খেলেছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে আবেশ খান বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্সে ছিলেন এবং রিহ্যাব করছিলেন। সোমবার তাঁর শেষ ফিটনেস পরীক্ষা নেওয়া হয়েছে। এর পরেই তাঁকে সবুজ সঙ্কেত দেওয়া হয়।
বোলারদের চোটে জেরবার লখনউ
এলএসজি তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২৭ মার্চ। সেই ম্যাচে তারা সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে। তবে সেদিনই আবেশ খানকে খেলতে দেখা যাবে কিনা, তা এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এদিকে আবেশকে নিয়ে লখনউয়ের চার বোলারের চোট ছিল। এঁদের মধ্যে মহসিন খান ছিটকে গিয়েছেন। শার্দুল ঠাকুর এসেছেন তাঁর জায়গায়। এছাড়াও ময়াঙ্ক যাদব, আকাশ দীপের চোট রয়েছে।
আরও পড়ুন: ভিডিয়ো- ল্যাটা মাছ ধরছেন নাকি! পুরানের লোপ্পা ক্যাচ গলালেন রিজভি, খেসারত দিতে হল দিল্লিকে
এদিকে ময়াঙ্কের চোট নিয়ে আপডেট দিয়ে লখনউ কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছিলেন, ‘ময়াঙ্ককে নিয়ে সবাই উত্তেজিত। সুস্থতার দিকেই এগোচ্ছিল। কিন্তু পায়ের আঙুলে চোট পায়। পায়ের আঙুলে সংক্রমণ হয়েছে। ময়াঙ্ক বল করছে, এই ভিডিয়ো আমরা দেখছি। আশা করছি, টুর্নামেন্টের শেষের দিকে ও সুস্থ হয়ে উঠবে।’ এদিকে আকাশদীপও চোট সারিয়ে উঠে বোলিং শুরু করে দিয়েছেন। তাঁর ইয়ো-ইয়ো টেস্টও হয়ে গিয়েছে।