IPL 2024: আইপিএলের ১৭টি মরশুমে ক'টি করে ছক্কা দেখা গিয়েছে, চোখ রাখুন তালিকায়। দেখে নিন ব্যক্তিগতভাবে প্রতি মরশুমে সব থেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন কারা।
আইপিএলে তৈরি হল ছক্কার নতুন রেকর্ড। ছবি- বিসিসিআই।
২০২১ সাল পর্যন্ত আইপিএলের প্রতি মরশুমে ছক্কার সংখ্যা ছিল তুল্যমূল্য। ২০২২ সাল থেকে সেই সংখ্যা লাফিয়ে বাড়ে। ২০২২ আইপিএলে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগে হাজারের বেশি ছক্কা দেখা যায়। ২০২৩ সালে তৈরি হয় ছক্কার নতুন রেকর্ড। এবার ২০২৪ আইপিএলে ছক্কার সংখ্যার নিরিখে ভেঙে যায় আগের সব নজির।
২০২৪ আইপিএলে এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়র লিগের একটি মরশুমে সব থেকে বেশি ছক্কা দেখা যায়। শুধু টুর্নামেন্টের নিরিখেই নয়, বরং এবছর সানরাইজার্স হায়দরাবাদ দলগতভাবে যতগুলি ছক্কা মারে, আগে কোনও দল তার ধারেকাছেও পৌঁছতে পারেনি। দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে ছক্কার সাতকাহন।