২২ মার্চ, শুক্রবারই শুরু হচ্ছে আইপিএল ২০২৪। সব দলই চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। তাদের সকলের একটাই লক্ষ্য হল আইপিএল ট্রফি জেতা। বরাবরের মতো, এবারও ভক্তেরা বলছেন শিরোপা জয়ের দাবিদারদের লড়াইয়ে এগিয়ে রয়েছে চেন্নাই এবং মুম্বই। তবে বাকি দলেরাও নিজেদের সেরা দিয়ে এই ট্রফি জিততে মরিয়া। তাদের মধ্যে অন্যতম দল হল সানরাইজার্স হায়দরাবাদ। চলতি মরশুমে দারুণ একটা ব্যাটিং লাইনআপ নিয়ে সজ্জিত হয়েছে হায়দরাবাদ। ব্যাটসম্যানরা এতটাই শক্তিশালী যে দুর্দান্ত বোলিং ইউনিটকেও তারা নতজানু হতে বাধ্য করে দেবে। সানরাইজার্সের সেই ১১ জন খেলোয়াড়ের কথা বলি যারা সানরাইজার্স হায়দরাবাদের প্রথম প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত হতে পারেন এবং এবারে দলের ট্রফি খরাও শেষ করতে পারেন।
সানরাইজার্স দল শক্তিশালী
২০১৬ সালে আইপিএল জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই অলৌকিক মরশুম থেকেই সানরাইজার্সে সূর্য অস্তমিত হয়েছে। কিন্তু আইপিএল ২০২৪-এর জন্য, এই দলটি আশ্চর্যজনক সিদ্ধান্ত নিয়ে নিজেকে আরও ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী করে তুলেছে। চলুন দেখে নেওয়া যাক সানরাইজার্সের শক্তিশালী প্লেয়িং ইলেভেনে থাকা সেই ১১ জন খেলোয়াড়দের।
কে হবেন ব্যাটসম্যান?
সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং খুবই শক্তিশালী। এবার দলের হয়ে ওপেন করতে দেখা যাবে মায়াঙ্ক আগরওয়াল ও ট্র্যাভিস হেডকে। ট্র্যাভিস হেডের ব্যাটিং সম্পর্কে কে না জানেন? এই বাঁহাতি ব্যাটসম্যান বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়ার আকাঙ্খা ভেঙে দিয়েছিলেন। এখন এই খেলোয়াড় সানরাইজার্স হায়দরাবাদে রয়েছেন। এছাড়াও, হায়দরাবাদ মায়াঙ্ক আগরওয়ালের উপর ৮.২৫ কোটি টাকার বড় বাজিও রেখেছে। মায়াঙ্ক তার দ্রুত ব্যাটিংয়ের জন্যও পরিচিত।
মিডল অর্ডার খুব শক্তিশালী
সানরাইজার্স হায়দরাবাদের মিডল অর্ডার খুবই শক্তিশালী। রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম এবং এনরিখ ক্লাসেন এই দলকে দারুণ ভারসাম্য দিয়েছেন। ত্রিপাঠী তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। এইডেন মার্করাম গত মরশুমে অধিনায়ক ছিলেন কিন্তু এই মরশুমে তিনি ব্যাটসম্যান হিসেবে খেলবেন এবং তার মাথা থেকে অধিনায়কত্বের চাপ সরানোই ভালো সিদ্ধান্ত হতে পারে। এনরিক ক্লাসেনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ ক্লাসেন স্পিনারদের বিরুদ্ধে দারুণ ব্যাট করেন। ক্লাসেন ভালো করেই জানেন কীভাবে স্পিনারদের স্থির হতে দেওয়া যায় না এবং সে যদি ফর্মে থাকেন তাহলে বুঝতেই হবে হায়দরাবাদকে কেউ আটকাতে পারবে না।
অলরাউন্ডার এবং বোলিংয়েও শক্তি
সানরাইজার্সের বিখ্যাত অলরাউন্ডার নেই তবে ওয়াশিংটন সুন্দর, প্যাট কামিন্স, শাহবাজ আহমেদের মতো তাদের তিনজন খেলোয়াড় আছে যারা বোলিং এবং ব্যাটিংয়ে মারাত্মক আঘাত দিতে পারেন। সুন্দর তার চমৎকার অর্থনৈতিক হারের জন্য পরিচিত। যেখানে প্যাট কামিন্সের উইকেট নেওয়ার ক্ষমতা অসাধারণ। সানরাইজার্সের বোলিং বিভাগও ভারসাম্যপূর্ণ। ভুবনেশ্বর কুমার সুইংয়ের রাজা আর উমরান মালিকের গতিও অসাধারণ। টি নটরাজনের মতো একজন ডেথ ওভার বিশেষজ্ঞও এই দলে রয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ-
ট্র্যাভিস হেড, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, এনরিক ক্লাসেন, ওয়াশিংটন সুন্দর, প্যাট কামিন্স, শাহবাজ আহমেদ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক এবং টি নটরাজন।