বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেই বড় রেকর্ড গড়ে ফেললেন রোহিত শর্মা। নাম লিখিয়ে ফেললেন বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির এলিট ক্লাবে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের সৌজন্যেই রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০০ ম্যাচ খেলার নজির গড়ে ফেললেন। সেই সঙ্গে ধোনি এবং কোহলির রেকর্ডও স্পর্শ করলেন তিনি।
২০২৪ আইপিএল মরশুমে নিজেদের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে হিটম্যান মুম্বইয়ের হয়ে আইপিএলে নিজের ১৯৯তম ম্যাচটি খেলেছিলেন। আর এদিন সানরাইজার্সের বিরুদ্ধে ২০০ ম্যাচ খেলার নজির গড়লেন। এর আগে পর্যন্ত আইপিএলের ইতিহাসে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনিই একটি দলের হয়ে ২০০-র বেশি ম্যাচ খেলার নজির গড়েছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কোহলির ম্যাচের সংখ্যা ২৩৯টি। চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনি খেলেছেন ২১১টি ম্যাচ। এবার আইপিএলের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে রোহিত কোনও দলের হয়ে ২০০টি ম্যাচ খেলার নজির গড়লেন।
আর এই কৃতিত্বের জন্য প্রাক্তন এমআই অধিনায়ক একটি বিশেষ জার্সি উপহার দিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকর। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতের ২০০তম ম্যাচটি স্মরণীয় করে রাখতেই, সচিন তাঁকে বিশেষ জার্সিটি উপহার দিয়েছেন। রোহিত আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক। পাশাপাশি এক দশকেরও বেশি সময় ধরে এমআই দলের বড় সদস্যও তিনি। ২০১১ সালে মুম্বইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই পাঁচটি শিরোপা জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই রোহিতই মুম্বইয়ের হয়ে বড় কৃতিত্ব গড়ে ফেললেন। সচিনের এই জার্সি উপহার দেওয়ার ভিডিয়োটি মুম্বই ইন্ডিয়ান্স তাদের এক্স হ্যান্ডলে শেয়ার করেছে। আর তা দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।
এখানেই শেষ নয়। আরও একটি রেকর্ড তৈরির সুযোগ থাকছে রোহিতের সামনে। নিজের আইপিএল ক্যারিয়ারে মোট ৯৯টি ক্যাচ ধরেছেন রোহিত। হায়দরাবাদের বিরুদ্ধে আর একটি ক্যাচ ধরলেই একশোর ক্লাবে ঢুকে পড়বেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। স্বভাবতই সেক্ষেত্রেও বড় নজির গড়ার অপেক্ষায় রোহিত।
আরও পড়ুন: শিবমকে নিজের হাতে তৈরি করেছেন ধোনি, দাবি CSK অধিনায়কের
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৯টি ম্যাচে ৫০৮৪ রান করেছেন রোহিত। মুম্বইয়ের ক্রিকেটারদের মধ্যে তিনি সর্বাধিক রানের মালিক। কিন্ত এ বার রোহিতের ভূমিকায় বদল হয়েছে। পাঁচ বারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই। তাই এবার শুধু ব্যাটার হিসেবেই খেলছেন রোহিত।