কে বলবে বয়সটা ৪২ হয়ে গিয়েছে। বুড়ো হাড়ের ভেল্কি যে এতটুকু কমেনি। শুক্রবার (২২ মার্চ) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস ২০২৪ আইপিএলে তাদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। আর এই ম্যাচেই উইকেটের পিছনে দুরন্ত ছন্দে পাওয়া গেল ‘বুড়ো’ ধোনিকে। পাওয়ারপ্লেতেই উইকেটের পিছনে ধোনি সকলের নজর কাড়েন। প্রসঙ্গত, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আরসিবি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল।
আইপিএল ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই এমএস ধোনি যখন জাতীয় সঙ্গীতের জন্য মাঠে নামছিলেন, তখন তাঁকে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়। ধোনিকে এই মরশুমে পুরনো লম্বা চুলের স্টাইলে দেখা গিয়েছে। ৪২ বছর বয়সেও ধোনি যেন সুপার কুল। শুরু থেকেই চনমনে লাগছিল মাহিকে।
আরও পড়ুন: দুরন্ত ব্যাটিং অর্ডার, শক্তিশালী পেস বিভাগ, তার পরেও MI-এর দুর্বলতাগুলোও বড় স্পষ্ট
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসির একটি শট বাঁচাতে এমএস ধোনি তাঁর ডানদিকে ডাইভ দেন। তাঁর এমন পারফরম্যান্স দেখে ভক্তরা রীতিমতো মুগ্ধ হয়ে পড়েছিলেন। ৪২ বছর বয়সী তারকা একটি নির্দিষ্ট বাউন্ডারি থামাতে ডানদিকে ডাইভ করেন, সেই সময়ে চিপকে জনতা তাঁর প্রাক্তন অধিনায়কের জন্য উল্লাসে মেতে উঠেছিল।
নব-নিযুক্ত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এমএস ধোনির এমন প্রচেষ্টা দেখে উল্লসিত হয়ে পড়েন। সুনীল গাভাসকর তো ধারাভাষ্য দেওয়ার সময়ে উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘ওই প্রতিচ্ছবি দেখুন। আশ্চর্যের কিছু নেই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও খুশি।’ ২০২৪ আইপিএলের এর জন্য নিজেকে তৈরি করতে গত বছর হাঁটুর অস্ত্রোপচার করান ধোনি। এবং তার পর নিজেকে ফিট করে তুলতে কঠোর পরিশ্রম করেন।
আরও পড়ুন: রিঙ্কু-শ্রেয়সরা দলের অক্সিজেন হলেও, পেস আক্রমণের সঙ্গে রাসেল, নারিন ফর্ম চিন্তায় রাখবে KKR-কে
এর পরের ওভারে, এমএস ধোনি অন্য একটি লম্বা শট বাঁচাতে লাফ দেন। দীপক চাহারের একটি বল ব্যাটারের মাথার উপর দিয়ে বেরিয়ে গেলে, ধোনি বড় লাফ দিয়ে বলটিকে ধরে ফেলেন। রজত পতিদার (০), গ্লেন ম্যাক্সওয়েলের (০) দুরন্ত দু'টি ক্যাচ নেন। ২৫ বলে ঝোড়ো ৪৮ রান করা অনুজ রাওয়াতকে দুরন্ত রিফ্লেক্সে দ্রুত গতিতে রানআউট করেন। সেই সঙ্গে ইতিহাস লেখেন। এমএস ধোনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান আউট করার নজির গড়েন। এই নিয়ে ২৪টি রানআউট করে ফেলেন ধোনি।
এই নিয়ে আইপিএলে এমএস ধোনি উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি আউট করার নজির গড়েছেন। সেই সঙ্গে সবচেয়ে বেশি স্টাম্পিং, সবচেয়ে বেশি রান আউট এবং সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড গড়ে ফেলেছেন। এদিন আরসিবি টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল। তারা ৬ উইকেটে ১৭৩ রান করে। সর্বোচ্চ ২৫ বলে ৪৮ রান করেন অনুজ। ২৬ বলে ৩৮ করে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। ২৩ বলে ৩৫ রান করেন ফ্যাফ ডু'প্লেসি। বিরাট কোহলি ২০ বলে ২১ রান করেছেন। সিএসকে-র হয়ে মুস্তাফিজুর রহমান একাই ৪ উইকেট নিয়েছেন।